Karun Nair on India Comeback

২৯৮৩ দিন পর প্রত্যাবর্তন! ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকার খবর কী ভাবে পেয়েছিলেন করুণ

২৯৮৩ দিন পর আবার ভারতের টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। ইংল্যান্ড সফরের দলে যে তিনি রয়েছেন সেই খবর কোথা থেকে পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:৫৩
cricket

করুণ নায়ার। —ফাইল চিত্র।

২০১৬ সালের ২৬ নভেম্বর। ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছিল করুণ নায়ারের। কেরিয়ারের তৃতীয় টেস্টেই ত্রিশতরান করেছিলেন তিনি। কিন্তু তার পরেও বেশি দিন ভারতীয় দলে খেলতে পারেননি তিনি। আরও তিনটে টেস্ট খেলে বাদ পড়তে হয় করুণকে। ২৯৮৩ দিন পর আবার ভারতের টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। ইংল্যান্ড সফরের দলে যে তিনি রয়েছেন সেই খবর কোথা থেকে পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার?

Advertisement

শনিবার ভারতের ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়েছে। ঘটনাচক্রে সে দিন সন্ধ্যায় আইপিএলে ম্যাচ ছিল করুণের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। ৪৪ রানের ইনিংস খেলেছেন করুণ। ম্যাচ শেষে করুণ বলেন, “আবার ভারতীয় দলে ফিরতে পেরে খুব খুশি। আমি ভাগ্যবান। নিজের উপর গর্বও হচ্ছে।” কী ভাবে দলে ফেরার খবর পেলেন তিনি? করুণ বলেন, “আপনারাও যে ভাবে জানতে পেরেছেন আমিও সে ভাবেই পেয়েছি। এই ডাকের অপেক্ষায় ছিলাম। দলে ফেরার পর অনেকে মেসেজ করেছে।” শনিবার সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর। অর্থাৎ, বাকি সকলের মতো করুণের নজরও সেই দিকেই ছিল।

রঞ্জি ট্রফির শেষ মরসুমে ন’ম্যাচে ৮৬৩ রান করেছেন ৩৩ বছরের করুণ। চারটে শতরান করেছেন তিনি। তাঁর দল বিদর্ভ রঞ্জি ট্রফি জিতেছে। পরে বিজয় হজারে ট্রফিতে আট ম্যাচে ৭৭৯ রান করেছেন তিনি। মেরেছেন পাঁচটা শতরান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করার পরে করুণের আশা ছিল জাতীয় দলে ফেরার। সেই কারণেই হয়তো আগরকরের সাংবাদিক বৈঠকে নজর ছিল তাঁর।

করুণকে দলে নেওয়ার কারণ হিসাবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের কথা তুলে ধরেছেন আগরকর। পাশাপাশি তাঁর কাউন্টি খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডে কাজে লাগবে বলে মনে করেন নির্বাচক প্রধান। বিরাট কোহলি অবসর নেওয়ায় মিডল অর্ডারে করুণের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। করুণও নিজের ফর্ম বজায় রাখতে চান। তিনি বলেন, “গত এক থেকে দেড় বছর ভাল ব্যাট করেছি। রান করেছি। আমার খেলা ধরন একই আছে। একই রকম আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়ে আগামী দিনেও খেলতে চাই।”

Advertisement
আরও পড়ুন