Rohit Sharma

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ রোহিতের সামনে, জাতীয় দলের হয়ে খেলবেন ১৫টি ম্যাচ, রয়েছে আইপিএলও

গত বছরের শুরুটাই খুব খারাপ গিয়েছিল রোহিত শর্মার কাছে। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিতের সামনে। কত বার তাঁকে দেখতে পাওয়া যাবে মাঠে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৭:১২
cricket

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

গত বছরের শুরুটাই খুব খারাপ গিয়েছিল রোহিত শর্মার কাছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেই নিজেকে সিডনি টেস্টে বসিয়ে দিয়েছিলেন। বছরের অর্ধেক পেরোনোর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। তার কয়েক মাস পরে চলে গিয়েছিল এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব। নতুন বছরে তাই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিতের সামনে। কোহলির মতো একটি ফরম্যাটেই খেলেন তিনি। কত বার তাঁকে দেখতে পাওয়া যাবে মাঠে?

Advertisement

কোহলি বিজয় হজারে ট্রফির একটি ম্যাচ দিয়ে বছর শুরু করছেন। তবে রোহিত আপাতত আর ঘরোয়া ক্রিকেট খেলতে চান না। তিনি সরাসরি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে নামবেন বলেই জানা গিয়েছে।

এর পর রোহিত আইপিএলের প্রস্তুতি শুরু করতে পারেন। তবে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হলে তিনি সেখানে খেলেন কি না, সে দিকে অনেকেরই নজর রয়েছে। মার্চ থেকে মে পর্যন্ত রোহিত ব্যস্ত থাকবেন আইপিএল খেলতে।

জুনে ভারতে আসবে আফগানিস্তান। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে দেখা যাবে রোহিতকে। পরের মাসে, অর্থাৎ জুলাই ইংল্যান্ডে গিয়ে তিনটি এক দিনের ম্যাচ খেলবেন রোহিত।

বছরের শেষ দু’মাসে আবার দেশের মাটিতে দেখা যাবে রোহিতকে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ় এবং নভেম্বর-ডিসেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের।

Advertisement
আরও পড়ুন