Rinku Singh

নবম পাশ রিঙ্কু যোগী-রাজ্যের শিক্ষা আধিকারিক! কেকেআর ব্যাটারের সরকারি চাকরি নিয়ে প্রশ্ন, নিয়ম কী বলছে?

উত্তরপ্রদেশ সরকারের প্রাথমিক শিক্ষা আধিকারিকের চাকরি পেয়েছেন রিঙ্কু সিংহ। সম্প্রতি তাঁকে যোগী সরকারের তরফে এই সম্মান দেওয়া হয়েছে। তবে নতুন চাকরি নিয়ে প্রশ্নও উঠছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৮:১৩
cricket

রিঙ্কু সিংহ। — ফাইল চিত্র।

উত্তরপ্রদেশ সরকারের প্রাথমিক শিক্ষা আধিকারিকের চাকরি পেয়েছেন রিঙ্কু সিংহ। সম্প্রতি তাঁকে যোগী সরকারের তরফে এই সম্মান দেওয়া হয়েছে। তবে নতুন চাকরি নিয়ে প্রশ্নও উঠছে। নবম পাশ হয়েও কী ভাবে শিক্ষা আধিকারিকের মতো গুরুত্বপূর্ণ পদের চাকরি পেলেন রিঙ্কু, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সরকারের দাবি, নিয়ম মেনেই সব করা হয়েছে।

Advertisement

প্রাথমিক শিক্ষা আধিকারিক হওয়ার জন্য ন্যূনতম স্নাতক হতেই হয়। রিঙ্কু নবম শ্রেণির বেশি পড়াশোনা করেননি। হাইস্কুলের ডিগ্রি নেই। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদদের সম্মান জানাতেই এই গুরুত্বপূর্ণ পদগুলি দেওয়া হয়। রিঙ্কুর মতো উত্তরপ্রদেশের আরও ছ’জন ক্রীড়াবিদকে এই পদ দেওয়া হয়েছে। এতে তরুণ প্রজন্ম আরও উদ্বুদ্ধ হবে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ বেড়ে যাবে বলে আশা সরকারের।

এই চাকরিতে রিঙ্কু তাঁর জেলার প্রাইমারি স্কুলগুলির উন্নতির দিকে নজর রাখবেন। তিনি রিপোর্ট করবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এডুকেশনকে। ব্লক এডুকেশন অফিসারদের নির্দেশ দেওয়া এবং স্কুল পর্যবেক্ষণও হবে রিঙ্কুর অধীনে। শিক্ষকদের পর্যালোচনা এবং নীতি তৈরিতেও সাহায্য করবেন তিনি। মাসিক ৭০-৯০ হাজার টাকা বেতন ছাড়াও বিভিন্ন ভাতা পাবেন রিঙ্কু।

১৯৯৭ সালে জন্ম রিঙ্কুর। আলীগড়ের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি সিলিন্ডার বিলি করতেন। বাবাকে সাহায্য করতেন রিঙ্কুও। কিন্তু ক্রিকেট থেকে কখনও দূরে সরে থাকেননি তিনি। আন্তর্জাতিক স্কুল প্রতিযোগিতায় খেলে প্রথম নজর কেড়েছিলেন রিঙ্কু। জায়গা করে নেন আইপিএলে। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল খেলে জায়গা করে নেন ভারতীয় দলেও। দেশের হয়ে এখনও পর্যন্ত দু’টি এক দিনের ম্যাচ এবং ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন রিঙ্কু।

ক্রিকেট কেরিয়ারের মাঝেই ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু। বিয়ে করবেন প্রিয়াকে। সমাজবাদী পার্টির সাংসদ রিঙ্কুর বাগ্‌দত্তা। ১৮ নভেম্বর বারাণসীতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। যদিও সেই সময় ভারতীয় দলের খেলা থাকায় আগামী বছর ফেব্রুয়ারিতে বিয়ে পিছিয়ে দিয়েছেন রিঙ্কু।

Advertisement
আরও পড়ুন