Shubman Gill

শুভমনের কোন ভুলে আইপিএল থেকে ছিটকে গেল গুজরাত, ব্যাখ্যা করলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার

আইপিএলে শুরু থেকে ভাল খেলেও ছিটকে গিয়েছে গুজরাত। এলিমিনেটরে মুম্বইয়ের কাছে ২০ রানে হেরেছে। শুভমন গিলের একটি ভুলই ডুবিয়ে দিয়েছে দলকে। ম্যাচের পর তা ব্যাখ্যা করেছেন রবিন উথাপ্পা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৭:৫০
cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

আইপিএলের শুরু থেকে ভাল খেলেও শুক্রবার ছিটকে গিয়েছে গুজরাত টাইটান্স। এলিমিনেটরে মুম্বইয়ের কাছে ২০ রানে হেরেছে তারা। সেই ম্যাচে শুভমন গিলের একটি ভুলই ডুবিয়ে দিয়েছে দলকে। ম্যাচের পর তা ব্যাখ্যা করেছেন রবিন উথাপ্পা।

Advertisement

কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের মতে, প্রসিদ্ধ কৃষ্ণের হাতে নতুন বল তুলে দেওয়াই সবচেয়ে বড় ভুল হয়েছে শুভমনের। কারণ মাঝের দিকের ওভারে তিনি বেশি সফল। প্রসিদ্ধ প্রথম বার বল করতে আসেন দ্বিতীয় ওভারে। ১০ রান দেন। পরের ওভারে ২৬ রান নেন জনি বেয়ারস্টো।

উথাপ্পা বলেছেন, “গুজরাতের কৌশল ছিল পুরোপুরি প্রতিক্রিয়াশীল। নিজে থেকে কোনও কৌশল তৈরি করতে পারছিল না। মাঝের ওভারে সফল হওয়া সত্ত্বেও পাওয়ার প্লে-তে প্রসিদ্ধকে আনা ভুল পদক্ষেপ। প্রথম ওভারেই রান হজম করেছিল। তার থেকেও শিক্ষা নিল না গুজরাত।”

উথাপ্পার সংযোজন, “২৬ রান এবং ২২ রান যে ওভারগুলোয় উঠেছিল সেগুলোই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল। ফিল্ডিংও গুজরাতকে ডুবিয়েছে। এতগুলো ক্যাচ ফেললে আপনি আশা করতে পারেন না ট্রফি জিতবেন।”

প্রথম দু’ওভারে ৩৬ রান হজম করা সত্ত্বেও প্রসিদ্ধকে দিয়ে পুরো চার ওভারই করান শুভমন। চার ওভারে ৫২ রান হজম করেন প্রসিদ্ধ। ম্যাচ হারের যা অন্যতম কারণ।

ম্যাচ শেষে শুভমনও স্বীকার করেন, ক্যাচ ফেলাই কাল হল। ক্যাচ ফেলা নিয়ে বেশ হতাশ দেখায় তাঁকে। তিনি বলেন, “দুর্দান্ত ক্রিকেট। আমরা জেতার সুযোগ পেয়েছিলাম। শেষ তিন-চার ওভার আমাদের পক্ষে যায়নি। তিনটে সহজ ক্যাচ ফেললে জেতা যায় না। বোলারদের কিছু করার নেই। তিনটে ক্যাচ ফেললে কিছু করার থাকে না।”

Advertisement
আরও পড়ুন