ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার, ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, ৩০ জনের তালিকায় ভারতের ৪, বাংলাদেশের ২ জন

ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশের দুই আম্পায়ারকে বিশ্বকাপের দায়িত্বে রাখা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬
picture of cricket

—প্রতীকী চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২৪ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি বিশ্বকাপের ম্যাচগুলি পরিচালনার দায়িত্বে থাকবেন। তালিকায় রয়েছেন ভারতের চার জন। নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে ম্যাচ খেলতে না চাওয়া বাংলাদেশের দুই আম্পায়ারও বিশ্বকাপে দায়িত্বে থাকবেন।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না লিটন দাসদের। তবে বিশ্বকাপ সম্পূর্ণ বাংলাদেশহীন হচ্ছে না। ক্রিকেটারেরা না থাকলেও থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার। আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদৌল্লা সৈকতের সঙ্গে দেখা যাবে গাজি সোহেলকে।

৬ জন ম্যাচ রেফারিদের তালিকায় রয়েছেন ভারতের জাভাগল শ্রীনাথ। তাঁর সঙ্গে রয়েছেন ডিন কসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট এবং রিচি রিচার্ডসন। আম্পায়ার হিসাবে দেখা যাবে নীতীন মেনন, জয়রামন মদনগোপাল এবং কেএনও পদ্মনাভন। আম্পায়ারদের ২৪ জনের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কোচ, স্যাম নোগাজস্কি, আল্লাউদ্দিন পালেকার, এহসান রাজা, লেজেন রেইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদৌল্লা সৈকত, গাজি সোহেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি এবং আসিফ ইয়াকুব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। সেই ম্যাচের দুই আম্পায়ার ধর্মসেনা এবং নাইটস। সে দিনই মুম্বইয়ে আমেরিকার মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবেরা। ভারতের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন রাইফেল এবং টাকার। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের দুই আম্পায়ার হলেন ইলিংওয়ার্থ এবং ধর্মসেনা।

Advertisement
আরও পড়ুন