ICC Rule Change After Rishabh Pant's Injury

পন্থের চোটে টনক নড়ল আইসিসি-র! নিয়মে বদল করার ভাবনা জয় শাহদের

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় পায়ের হাড় ভেঙেছে ঋষভ পন্থের। সেই চোটের পর পরিবর্ত ক্রিকেটারের নিয়মে বদলের কথা ভাবছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৭:২১
cricket

চোট পাওয়ার পর যন্ত্রণায় ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

ঋষভ পন্থের চোট দেখে ভাবনাচিন্তা শুরু করেছে আইসিসি। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় পায়ের হাড় ভেঙেছে পন্থের। তিনি খেলবেন কি না তা নিয়ে সংশয় ছিল। ভাঙা পায়েই ব্যাট করেন পন্থ। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল, খেলতে সমস্যা হচ্ছে তাঁর। উইকেট রক্ষাও করতে পারবেন না পন্থ। এই চোটের পর পরিবর্ত ক্রিকেটারের নিয়মে বদল করার কথা ভাবছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তবে কি টনক নড়েছে জয় শাহদের কাউন্সিলের?

Advertisement

ক্রিকেটের নিয়মে মাথায় চোট লাগলে তবেই কনকাসন পরিবর্ত নেওয়া যায়। সে ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার ব্যাট, বল সব করতে পারবেন। কিন্তু অন্য কোথাও চোট লাগলে পরিবর্ত ক্রিকেটার ফিল্ডিং করলেও ব্যাট, বল করতে পারেন না। সেই নিয়মেই বদল হতে পারে। ‘টাইমস অফ ইন্ডিয়া’ একটা রিপোর্টে জানিয়েছে, বড় চোটের ক্ষেত্রেও এ বার পরিবর্ত ক্রিকেটার ব্যাট, বল করতে পারবেন।

রিপোর্টে বলা হয়েছে, “যদি কারও মাথা ছাড়া শরীরের অন্য কোথাও বড় চোট লাগে তা হলেও পরিবর্ত নেওয়া যাবে। সেই ক্রিকেটার ব্যাট, বল করতে পারবেন। সেই বিষয়ে আলোচনা চলছে। আইসিসি-র ক্রিকেট কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।”

ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু হতে চলেছে। চলতি বছর অক্টোবর মাস থেকে ছ’মাসের জন্য ট্রায়াল পদ্ধতিতে তা হবে। আইসিসি এক বিবৃতিতে বলেছে, “মাঠে খেলার সময় বা খেলার আগে অনুশীলনে যদি কোনও ক্রিকেটার চোট পান, তা হলে তাঁর পরিবর্ত খেলানো যাবে। তিনি ব্যাট, বল করতে পারবেন।” ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু করে আইসিসি দেখে নিতে চাইছে যে তা কতটা সফল হচ্ছে। বা কোনও দল তা কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নিতে চাইছে কি না তা-ও খতিয়ে দেখবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

পরিবর্তের নিয়মে বদলের ডাক দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তিনি বলেন,“পন্থের চোট গুরুতর। এই পরিস্থিতিতে পরিবর্ত ক্রিকেটার নামানোর নিয়ম করা উচিত। এখন আইসিসি-র ক্রিকেট কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়, চেয়ারম্যান জয় শাহ ও সিইও সংযোগ গুপ্ত রয়েছেন। তাঁরা যদি নিয়ম বদলান, তা হলে অনেকে বলবে ভারতীয় বলে নিয়ম বদলেছে। আমি চাই অন্য একটা কমিটি করা হোক। সেখানে ফিজিয়ো, চিকিৎসকেরাও থাকুন। তাঁরা সিদ্ধান্ত নিন।” এখন দেখার, আইসিসি-র ক্রিকেট কমিটির পরের বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয় কি না।

Advertisement
আরও পড়ুন