Gautam Gambhir

তারাও চাকরি দেবে না গম্ভীরকে! ভারতের কোচকে খোঁচা দিতে ছাড়ল না ‘দুধের শিশু’-ও

বিশ্বক্রিকেটে দুধের শিশু তারা। কিন্তু এই বছর ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে। তাই তারা জানিয়ে দিয়েছে, তাদের দলে কোচ হিসাবে গম্ভীরের জায়গা নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৫:১৫
Gautam Gambhir

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের পোস্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

দেশ জুড়ে দাবি, গৌতম গম্ভীরকে ছাঁটাই করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের পর যদি ভারতীয় কোচের চাকরি যায়, তা হলে কী হবে? সহজে নতুন কাজ পাবেন না গম্ভীর। কারণ, আইসল্যান্ডের মতো দেশও জানিয়ে দিন, তারা গম্ভীরকে নেবে না।

Advertisement

বিশ্বক্রিকেটে দুধের শিশু আইসল্যান্ড জানিয়েছে, তারা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে। তাই তাদের দলে কোচ হিসাবে গম্ভীরের জায়গা নেই। আইসিসির সদস্য তালিকায় না থাকা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে লিখেছে, ‘‘আমাদের সকল সমর্থকদের জানাচ্ছি, গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫-এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’

এই বছর লিথুয়ানিয়া, লাটভিয়া, ইউক্রেনের বিরুদ্ধে জিতেছে আইসল্যান্ড ক্রিকেট দল। হেরে গিয়েছে পোল্যান্ডের কাছে। তাই মজার পোস্ট করে গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছে তারা। এর আগে এরকমই মজা করে আইপিএলের ‘ফ্রড একাদশ’ তৈরি করেছিল তারা। ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা আইসল্যান্ড গম্ভীরকেও ছাড়ল না!

Advertisement
আরও পড়ুন