অভিমন্যু ঈশ্বরণ। ছবি: সংগৃহীত।
অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে প্রথম টেস্টে রীতিমতো লড়াই করছে ভারত ‘এ’। ছয় উইকেটে ৫৩২ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ভারত ‘এ’ দলের রান ১১৬।
প্রথম দিন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শতরান করেছিলেন স্যাম কনস্টাস। দ্বিতীয় দিন শতরান করেন জশ ফিলিপ। ৮৭ বলে ১২৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
ভারতকে এখনও পর্যন্ত লড়াইয়ে রেখেছেন এন জগদীশন ও সাই সুদর্শন। তামিলনাড়ুর দুই ব্যাটসম্যানই এখন ভরসা। ৪৪ রান করে ফিরে গিয়েছেন অভিমন্যু। উইকেটে থিতু হয়ে যাওয়ার পরেও অর্ধশতরান করতে পারলেন না তিনি। জগদীশন ব্যাট করছেন ৫০ রানে। ২০ রানে অপরাজিত সুদর্শন।
বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন। অধিনায়ক শ্রেয়স আয়ার কত রান করেন সেটাই এখন দেখার।