বিরাট কোহলি। — ফাইল চিত্র।
২০২৫ সালে বাংলাদেশে সাদা বলের সিরিজ় খেলতে যাওয়ার কথা ছিল ভারতের। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিরিজ় স্থগিত করে দেওয়া হয়। সেই সিরিজ় এ বছর আয়োজন করার কথা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও সে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল।
বিসিবি-র ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস বলেছেন, “ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজ় স্থগিত হয়ে গিয়েছিল, তার সূচি নতুন করে করা হয়েছে।”
বিসিবি-র ঘোষিত সূচি অনুযায়ী, ২৮ অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ভারতের। ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর তিনটি এক দিনের ম্যাচ হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর।
এ দিন বাংলাদেশ যে সূচি প্রকাশ করেছে তাতে ভারত ছাড়াও পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের কথা ঘোষণা করেছে। তিন ফরম্যাটেই সিরিজ়গুলি হবে। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সব ক’টি দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সূচি দ্রুত ঘোষণা করা হবে।
বাংলাদেশে ৯ মার্চ যাবে পাকিস্তান। তিনটি এক দিনের ম্যাচ হবে ১২ থেকে ১৬ মার্চের মধ্যে। এর পর এপ্রিল-মে মাসে নিউ জ়িল্যান্ড বাংলাদেশে যাবে সাদা বলের সিরিজ় খেলতে। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ১৭ এপ্রিল থেকে ২ মে সিরিজ় চলবে।
২ মে আবার বাংলাদেশ যাবে পাকিস্তান। আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু’টি টেস্ট খেলতে যাবে তারা। ৮-১২ মে এবং ১৬-২০ মে টেস্ট দু’টি হবে।
অস্ট্রেলিয়া ৫ জুন পা রাখবে বাংলাদেশে। তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। তার পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
এর পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্টের সিরিজ় খেলবে বাংলাদেশ। তার আগে ২২-২৪ অক্টোবর হবে একটি প্রস্তুতি ম্যাচ। টেস্ট দু’টি হবে ২৮ অক্টোবর-১ নভেম্বর এবং ৫-৯ নভেম্বর।