Vaibhav Suryavanshi as India Captain

শনিবার অভিষেক অধিনায়ক বৈভবের, ১৪ বছরের সূর্যবংশীর নেতৃত্বে বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারতীয় দল

১৫ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানে ভারতের অধিনায়ক বৈভব সূর্যবংশী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২০:৪৬
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

নতুন পালক জুড়তে চলেছে বৈভব সূর্যবংশীর মুকুটে। শনিবার ভারতের অধিনায়ক হিসাবে অভিষেক হবে তার। ১৫ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানে ভারতের অধিনায়ক বৈভব। ১৪ বছরের ক্রিকেটারের নেতৃত্বে বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

Advertisement

ভারতের বিশ্বকাপের দলে রয়েছে বৈভব। সেই দলের অধিনায়ক আয়ুষ মাত্রে ও সহ-অধিনায়ক বিহান মলহোত্র। কিন্তু তাঁরা দু’জনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই ক্রিকেটারের কব্জিতে চোট লেগেছে। তাই তাঁদের খেলানো হচ্ছে না। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তাঁরা। সেখানেই সুস্থ হয়ে উঠছেন দুই ক্রিকেটার।

আয়ুষ ও বিহান না থাকায় বৈভবকে অধিনায়ক করা হয়েছে। তার নেতৃত্বে বেনোনিতে শনিবার প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। ৫ জানুয়ারি, সোমবার দ্বিতীয় ম্যাচ। ৭ জানুয়ারি, বুধবার সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবে বৈভবেরা। সেখান থেকেই জ়িম্বাবোয়েতে এক দিনের বিশ্বকাপ খেলতে চলে যাবে দল। জ়িম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দেহেন বিহান ও আয়ুষ।

এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ, গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সুপার সিক্সে উঠবে ছয় দল। তাদের মধ্যে চারটি দল সেমিফাইনালে উঠবে। ভারত রয়েছে গ্রুপ বি-তে। সঙ্গে রয়েছে নিউ জ়িল্যান্ড, আমেরিকা ও বাংলাদেশ।

১৫ জানুয়ারি বুলাওয়াওয়ের মাঠে আমেরিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ১৭ জানুয়ারি বাংলাদেশ ও ২৪ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে বৈভবেরা। সেই ম্যাচ দু’টিও হবে বুলাওয়ায়ে।

এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। বৈভব, আয়ুষদের এই দল ছোটদের ক্রিকেটে নজর কেড়েছে। তবে এখনও পর্যন্ত বড় প্রতিযোগিতা জিততে পারেনি তারা। সেই ব্যর্থতা ঢাকতে চায় ভারত। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজ়কে গুরুত্ব দিচ্ছে দুই দল।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের তিনটি ম্যাচই শুরু ভারতীয় সময় বেলা ১:৩০ মিনিট থেকে। অর্থাৎ, ১টার সময় হবে টস। কিন্তু এই ম্যাচগুলি সরাসরি কোথাও দেখানো হবে না।

Advertisement
আরও পড়ুন