কোচবিহারের জনসভায় মিঠুন চক্রবর্তী। —নিজস্ব ছবি।
তৃণমূল সরকারকে উৎখাত করতে পশ্চিমবঙ্গের ‘কমিউনিস্টদের’ বিজেপিতে আহ্বান জানালেন দলীয় নেতা, অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর অভিযোগ, বাংলাদেশের মতো এ রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি করেছে শাসকদল। এ জন্য সমস্ত হিন্দুকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন বিজেপির রাষ্ট্রীয় কার্যকারিণী কমিটির সদস্য।
শুক্রবার বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ছিল কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে। সভার প্রধান বক্তা মিঠুন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, ‘‘আপনাদের সঙ্গে (তৃণমূল) যেমন ব্যবহার করবে, আপনারাও ঠিক তেমনটাই ব্যবহার করবেন। ওরা বাংলাদেশ ভাবছে। যত দিন এই মিঠুন চক্রবর্তীর গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, তত দিন কেউ এটা করতে পারবে না।’’\
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিঠুন আরও বলেন, ‘‘দেশ বাঁচলে এই বাংলা বাঁচবে। এই রাজ্যকে কোনও দিনও হাতছাড়া হতে দেব না। এটা আমাদের।’’ সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলে তিনি বলেন, ‘‘ওদের অনেক দেশ আছে বলতে পারেন। কিন্তু আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোনও দেশ নেই। তাই বাংলার হিন্দু সনাতনীকে বাঁচাতে হবে। হিন্দুত্বকে বাঁচাতে হবে।’’
বাংলাদেশে সংখ্যালঘুকে খুনের প্রসঙ্গ টেনে এনেছেন মিঠুন। তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতির জন্য প্রতিবাদ জানানো প্রয়োজন। পর ক্ষণেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে এনে বামেদের উদ্দেশে মিঠুনের বার্তা, ‘‘শুধু নিজেদের লোকেদের বলছি না। যাঁরা কমিউনিস্ট, তাঁদের মধ্যে যাঁরা হিন্দু আছেন, হিন্দুত্বকে বিশ্বাস করেন, তাঁদেরও আহ্বান জানাচ্ছি। যাঁরা কংগ্রেস করেন, তাঁদেরও আহ্বান জানাচ্ছি। এমনকি, যাঁরা তৃণমূলের মধ্যে আছেন এবং এখনও বিবেক রয়েছে, তাঁদেরকে আহ্বান করছি। আসুন, সকলে মিলে এই সরকারকে উচ্ছেদ করি।’’