Indian Batter

ভেঙেছে আঙুলের হাড়, ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কেকেআরের তরুণ ব্যাটার

চোট পেয়ে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন তরুণ ভারতীয় ব্যাটার। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের হাড় ভেঙে গিয়েছে। মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৬:৪১
Picture of Angkrish Raghuvanshi

অঙ্গকৃশ রঘুবংশী। —ফাইল চিত্র।

হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের (বুড়ো আঙুল) চোট বেশ গুরুতর। বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে। ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন অঙ্গকৃশ রঘুবংশী। কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটারের পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করেনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

Advertisement

তরুণ ক্রিকেটারদের ইংল্যান্ড সফরে পাঠাচ্ছে এমসিএ। এক মাসের সফরের দলে ছিলেন তরুণ ওপেনিং ব্যাটার রঘুবংশী। কিন্তু আঙুলের চোটের জন্য তিনি ইংল্যান্ড যেতে পারছেন না মুম্বই এমার্জিং টিমের হয়ে। গত ২৮ জুন অনুশীলনে তাঁর আঙুলের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্য প্রস্তুতি শিবির থেকে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, চোট সারিয়ে মাঠে ফিরতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে। স্বভাবতই রঘুবংশী ইংল্যান্ডে গিয়ে খেলতে পারবেন না।

ইংল্যান্ড সফরে মুম্বই এমার্জিং দলকে নেতৃত্ব দেবেন সূর্যাংশ শেডগে। রঘুবংশীর পরিবর্ত হিসাবে কে ইংল্যান্ডে যাবেন, তা জানায়নি এমসিএ। তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এই সফরের ব্যবস্থা করেছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলা কয়েক জন তরুণ ক্রিকেটারও আছেন এই দলে।

Advertisement
আরও পড়ুন