মহাকালেশ্বর মন্দিরে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ রবিবার। তার আগে শুক্রবার উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন গৌতম গম্ভীর। শনিবার পুজো দিলেন বিরাট কোহলিও।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা মতো ব্যাট করতে পারেননি। ভারতও ম্যাচ হেরে যায়। রবিবার ইনদওরে সিরিজ়ের তৃতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ের ‘ফাইনাল’। তার আগে শনিবার উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন কোহলি। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দির। নিরাপত্তারক্ষী এবং সেবায়তদের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে যান কোহলি। পুজো দেওয়ার সময় কোহলির মুখে শোনা গিয়েছে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি। কোহলির সঙ্গে গিয়েছিলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদবও। মহাকালেশ্বর মন্দিরে তাঁর ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর কোহলি এখন শুধু এক দিনের ম্যাচ খেলেন দেশের হয়ে। গত অস্ট্রেলিয়া সফর থেকে ভাল ফর্মে রয়েছেন। ভারতের একাধিক জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। রবিবার সিরিজ় নির্ণায়ক ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।