India vs South Africa 2025

‘দল নির্বাচনে আমার ভূমিকা থাকে না’, টেস্টে ভরাডুবির দায় গম্ভীরের উপরেই চাপালেন বোলিং কোচ মর্কেল

ভারতের সাজঘরের পরিবেশ নিয়ে নতুন জল্পনা। বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, প্রথম একাদশ নির্বাচনে তাঁর কোনও ভূমিকা থাকে না। টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর দায় ঠেলেছেন কোচ, নির্বাচকদের দিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১১:১৭
Picture of Morne Morkel

মর্নি মর্কেল। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভরাডুবি হওয়ায় চাপে ভারতীয় শিবির। রবিবার থেকে শুরু হচ্ছে এক দিনের সিরিজ়। তার আগে ভারতীয় শিবিরে যেন একতার অভাব। বোলিং কোচ মর্নি মর্কেলের কথায় সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গৌতম গম্ভীরের অন্যতম সহকারী জানিয়েছেন, দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই।

Advertisement

এক দিনের সিরিজ়ে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মা। নেতৃত্বে লোকেশ রাহুল। অনেকটাই বদলে গিয়েছে ভারতীয় শিবিরের পরিবেশ। তার উপর গম্ভীরের জমানায় সাদা বলের ক্রিকেটে ফল যথেষ্ট ভাল। তবু মর্কেলের কথায় তৈরি হয়েছে জল্পনা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় টেস্ট সিরিজ়ে ভরাডুবির প্রসঙ্গ উঠতেই মর্কেল জানিয়ে দিয়েছেন, প্রথম একাদশ নির্বাচনে তাঁর কোনও ভূমিকা থাকে না। প্রথম এক দিনের ম্যাচে ভারতের বোলিং আক্রমণ কেমন হবে? এই প্রশ্নের উত্তরে মর্কেল বলেছেন, ‘‘সত্যি বলতে, দল নির্বাচন বা এমন কিছুর সঙ্গে যুক্ত থাকি না। এটা গম্ভীর, অধিনায়ক এবং নির্বাচকদের বিষয়। তাই এ নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’’

রাঁচীতে কারা খেলবেন, তা বলতে না পারলেও ভারতীয় দলের বোলিং কোচ তরুণ জোরে বোলারদের নিয়ে আশাবাদী। মর্কেল বলেছেন, ‘‘এক দিনের সিরিজ় হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিংহের জন্য বড় সুযোগ। ওদের যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ দিতে চাই আমরা। এই সিরিজ়ে ওরা কয়েক জন আগ্রাসী ব্যাটারের বিরুদ্ধে বল করার সুযোগ পাবে। নিজেদের দক্ষতা পরীক্ষা করার দারুণ সুযোগ এটা। আশা করি, ওরা ভাল কিছু করে দেখাবে। বেশ উত্তেজিত লাগছে।’’

গত বৃহস্পতিবার মহেন্দ্র সিংহ ধোনির শহরে পৌঁছেছে ভারতীয় দল। রাঁচীর পিচ দেখে মর্কেলের একটু অন্য রকম মনে হয়েছে। দক্ষিণ আফ্রিকার পিচের সঙ্গে খানিকটা মিল পাচ্ছেন তিনি। এক দিনের সিরিজ়ের পর দু’দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে।

Advertisement
আরও পড়ুন