ICC Women’s ODI World Cup

৩৩৯ রান তাড়া করে জয়! বিশ্বকাপে জেমাইমা-হরমনপ্রীতের ব‍্যাটে তৈরি হল জোড়া বিশ্বরেকর্ড

বৃহস্পতিবার মহিলাদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৩৩৯ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। জেমাইমা-হরমনপ্রীতের ব‍্যাটে হল দু’টি বিশ্বরেকর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০২:১৩
অস্ট্রেলিয়াকে হারিয়ে উদৃ্‌যাপন জেমাইমা রদ্রিগেজ় এবং আমনজ্যোৎ কৌরের।

অস্ট্রেলিয়াকে হারিয়ে উদৃ্‌যাপন জেমাইমা রদ্রিগেজ় এবং আমনজ্যোৎ কৌরের। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৩৩৯ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারায় ভারত।

Advertisement

জেমাইমা রদ্রিগেজ অপরাজিত ১২৭ রান এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮৯ রান করেন। তৃতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়েন দু’জনে।

ভারত ৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জেতে।

ভারতের জয়ে তৈরি হল জোড়া বিশ্বরেকর্ড। দুই দল মিলিয়ে তৈরি হল আরও একটি রেকর্ড।

এক, এটি মহিলাদের এক দিনের ম‍্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল এই বিশ্বকাপেই লিগ পর্বে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩৩১ রান তাড়া করে জেতা।

দুই, এটি পুরুষ বা মহিলাদের এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ৩০০ বা তার বেশি রান তাড়া করে জেতা।

তিন, ম্যাচে মোট রান ৬৭৯। মহিলাদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল ২০১৭ বিশ্বকাপে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম‍্যাচে ৬৭৮ রান।



Advertisement
আরও পড়ুন