India vs New Zealand Series 2026

খারাপ ফিল্ডিং, সূর্যের রানখরা নিয়েই শুক্রবার রায়পুরে নামবে ভারত, গম্ভীরদের প্রথম একাদশে জোড়া বদলের সম্ভাবনা

নাগপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে ভারত। তার পরেও শুক্রবার রায়পুরে ভারতের প্রথম একাদশে জোড়া বদল করতে হতে পারে গৌতম গম্ভীরকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:০৮
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ় শুরু করেছে ভারত। নাগপুরে নিউ জ়িল্যান্ডকে ৪৮ রানে হারিয়েছে তারা। বড় জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় দলের। তবে তার মধ্যেও জোড়া চিন্তায় কোচ গৌতম গম্ভীর। ভারতের ফিল্ডিং ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম এখনও ভাবাচ্ছে তাঁকে। রায়পুরে বাধ্য হয়ে ভারতের প্রথম একাদশে জোড়া বদল করতে হতে পারে গম্ভীরকে।

Advertisement

নাগপুরে ভারত জিতলেও ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে দলের ক্যাচ ফস্কানোর রোগ কিছুতেই সারছে না। নাগপুরে সহজ ক্যাচ ফস্কেছেন রিঙ্কু সিংহ ও ঈশান কিশন। তার প্রভাব ম্যাচের ফলে না পড়লেও প্রতি ম্যাচে এক ছবি থাকবে না। হাড্ডাহাড্ডি ম্যাচে একটি ক্যাচ ফলাফল বদলে দিতে পারে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আন্তর্জাতিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে ভারত। এই পরিসংখ্যান খুশি করবে না গম্ভীরকে।

চিন্তা রয়েছে সূর্যের ফর্ম নিয়েও। নাগপুরে ২২ বলে ৩২ রান করলেও পুরনো সূর্যকে দেখা যায়নি। বেশ কিছু বল তাঁর ব্যাটের মাঝে লাগেনি। সূর্য অবশ্য নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন। বার বার বলছেন, নেটে ভাল ব্যাট করছেন। কিন্তু নেটে ভাল খেললেই তো হবে না, মাঠে নেমে তা কাজে করে দেখাতে হবে। বিশ্বকাপের আগে এই সিরিজ়েই রানে ফেরার শেষ সুযোগ পাবেন সূর্য।

চিন্তা রয়েছে সঞ্জু স্যামসন ও ঈশান কিশনের ফর্ম নিয়েও। সঞ্জু নিজের পছন্দের জায়গা ওপেনিংয়ে খেলছেন। কিন্তু তার পরেও নাগপুরে রান পাননি। ঈশান দু’বছর পর প্রত্যাবর্তন করেও ব্যর্থ। এই দুই কিপারের মধ্যে এক জন বিশ্বকাপে খেলবেন। ফলে তাঁদের রানে ফেরা জরুরি।

তবে দু’জনের ফর্ম স্বস্তি দেবে গম্ভীরকে। অভিষেক শর্মা ও রিঙ্কু সিংহ। অভিষেক নাগপুরে বিধ্বংসী ইনিংস খেলেছেন। ধারাবাহিকতা দেখাচ্ছেন তিনি। রিঙ্কু প্রত্যাবর্তনের পর ছন্দে খেলেছেন। ফিনিশারের ভূমিকা পালন করেছেন। তাঁরা গম্ভীরের মুখে হাসি ফুটিয়েছেন।

সাধারণত জয়ী দলে বদল হয় না। কিন্তু নাগপুরে জয়ের পরেও রায়পুরে বদল হতে পারে ভারতীয় দলে। অক্ষর পটেল বল করার সময় চোট পেয়েছিলেন। আর খেলতে পারেননি তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে আবার নামতে হবে ভারতকে। অক্ষর বিশ্বকাপের দলে রয়েছেন। ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে না ভারতীয় দল।

যদি রায়পুরে অক্ষর খেলতে না পারেন তা হলে কুলদীপ যাদব বা রবি বিশ্নোইয়ের মধ্যে এক জনের খেলার সম্ভাবনা রয়েছে। কুলদীপ বিশ্বকাপের দলে রয়েছেন। ফলে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু তাঁরা ব্যাট করতে পারেন না। ফলে যদি কুলদীপ বা বিশ্নোই খেলেন তা হলে আট নম্বরে এমন কাউকে গম্ভীরের দরকার যিনি ব্যাট করতে পারেন। সে ক্ষেত্রে হর্ষিত রানার দলে ঢোকার সম্ভাবনা বেশি। তেমনটা হলে বাইরে বসতে হবে অর্শদীপ সিংহকে।

ভারতের সম্ভাব্য একাদশ— অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

Advertisement
আরও পড়ুন