India Vs Pakistan in Asia Cup 2025

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে দুই বদল, কোন ১১ জনকে নিয়ে রবিবার নামছে ভারত?

প্রত্যাশামতোই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দলে দু’টি বদল হল। এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে একই দল খেলালেও, ওমান ম্যাচে জোড়া বদল আনা হয়েছিল বাকিদের সুযোগ দেওয়ার জন্য। সেই দুই ক্রিকেটারকেই বদল করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৬
cricket

ভারতীয় ক্রিকেট দল। — ফাইল চিত্র।

প্রত্যাশামতোই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দলে দু’টি বদল হল। এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে একই দল খেলালেও, ওমান ম্যাচে জোড়া বদল আনা হয়েছিল বাকিদের সুযোগ দেওয়ার জন্য। সেই দুই ক্রিকেটারকেই বদল করা হল। টসের সময় অধিনায়ক সূর্যকুমার জানিয়ে গেলেন, পাকিস্তান নয়, অন্য যে কোনও খেলার মতোই এই ম্যাচকে দেখছেন তাঁরা।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। বসতে হচ্ছে অর্শদীপ সিংহ এবং হর্ষিত রানাকে। অর্থাৎ তিন স্পিনার নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত। আগের ম্যাচে মাথায় চোট পেলেও এই ম্যাচে নিজের জায়গা ধরে রেখেছেন অক্ষর পটেল। তাঁর ঘাড়ের পিছনের দিকে স্ট্র্যাপ লাগানো।

টসের পর সূর্য বলেন, “পিচটা দেখে ভালই লাগছে। গত কাল শিশির পড়েছিল। প্রথম ম্যাচের পর থেকেই আমরা সব ম্যাচকে নকআউট হিসাবে ধরে নিয়েই খেলছি। আজকের ম্যাচেও তার কোনও বদল নেই। আবু ধাবিতে সম্পূর্ণ আলাদা উইকেটে খেলেছিলাম। এখানে অন্য যে কোনও ম্যাচের মতোই ধরে নিয়ে খেলতে নামছি।”

পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা জানিয়েছেন, তাঁরাও টসে জিতলে আগে বল করতেন। তাঁর কথায়, “দলের মেজাজ স্বাভাবিকই। পিচটা দেখে মন্থর মনে হচ্ছে। ব্যাট এবং বল, দুই বিভাগেই শুরুটা খুব ভাল করতে চাই।”

Advertisement
আরও পড়ুন