LLM Admission 2026

আইন নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ, আগ্রহীদের যোগ্যতা প্রমাণ করতে হবে প্রবেশিকায়

২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৮০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১১:৩৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইনে স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ল-এর অধীনে এলএলএম কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন পড়ুয়ারা ওই কোর্সে ভর্তি হতে পারবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ক্যাম্পাস, সুরেন্দ্রনাথ আইন কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ, সাউথ ক্যালকাটা আইন কলেজ এবং কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট-এ ওই বিষয়টি পড়ানো হবে। মোট ১৬৫টি আসনে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রাস টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে। তবে, যাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের ওই প্রবেশিকা দিতে হবে না। তাঁদের স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

দু’ঘণ্টার প্রবেশিকাটি কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নেওয়া হবে। ওই পরীক্ষা ২৭ জানুয়ারি নেওয়া হবে। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত প্রার্থীদের অনলাইনে ভর্তির জন্য আবেদন জানাতে হবে।

আবেদনের পোর্টাল ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৮০০ টাকা। পরীক্ষায় উত্তীর্ণদের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন