PG Admission 2026

বায়োটেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়তে চান! ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে জেএনইউ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তর স্তরে কলা, বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৫:৫০
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।

বায়োটেকনোলজি, কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ খুঁজছেন? ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ওই বিষয়ে ভর্তি নেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

Advertisement

উল্লিখিত বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। এ জন্য তাঁদের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট বায়োটেকনোলজি (গ্যাট বি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষা ২০২৬-এর এপ্রিল মাসে হতে চলেছে।

এ ছাড়াও কলা, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে ভর্তি নেবে ওই বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ভাষা ও সাহিত্য, সমাজ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সংস্কৃত, মলিকিউলার মেডিসিন, ন্যানোসায়েন্স, ইন্টারন্যাশনাল স্টাডিজ়, লাইফ সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ়-এর মতো বিষয় রয়েছে। ভর্তি হতে আগ্রহীদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) পাশ করতে হবে। ওই প্রবেশিকা ২০২৬-এর মে মাসে হতে চলেছে।

এ ছাড়াও বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়েও স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে প্রথম বিষয়টির জন্য কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) এবং অন্যান্য দু’টি বিষয়ের জন্য সেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং ফর এমটেক-এ প্রাপ্ত স্কোরের ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত ভর্তি নেওয়া হবে। উল্লিখিত প্রবেশিকার ফল ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল চালু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন