Abortion Appeal

স্বামীর সম্মতি ছাড়াই তরুণীর গর্ভপাতে অনুমতি আদালতের! জানিয়ে দিল, স্ত্রীর ইচ্ছাই এ ক্ষেত্রে একমাত্র বিবেচ্য

গর্ভপাত করানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত একমাত্র সেই বিবাহিত মহিলাই। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে পঞ্জাব এবং হরিয়ানার হাই কোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭
তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট।

তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামীর সম্মতি ছাড়াই এক তরুণীকে গর্ভপাতের জন্য অনুমতি দিল পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, স্ত্রী কী চাইছেন, তাঁর সম্মতি রয়েছে কি না, এ ক্ষেত্রে সেটিই গুরুত্বপূর্ণ। হাই কোর্টের মন্তব্য, “গর্ভপাত করা বা না-করার বিষয়ে সিদ্ধান্ত চুডান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সেই বিবাহিত মহিলাই। তাঁর ইচ্ছা এবং সম্মতিই এ ক্ষেত্রে একমাত্র বিবেচ্য বিষয়।”

Advertisement

সম্প্রতি পঞ্জাবের বাসিন্দা ২১ বছর বয়সি এক তরুণী হাই কোর্টের দ্বারস্থ হন। গর্ভপাত করানোর অনুমতি চান তিনি আদালতের কাছে। তরুণী জানান, গত বছরের ২ মে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু বর্তমানে তাঁর দাম্পত্যজীবনে টানাপড়েন চলছে। এই কারণেই গর্ভপাত করাতে চান তিনি। তবে তাতে সায় ছিল না তরুণীর স্বামীর। ওই মামলার শুনানি চলাকালীন একটি মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তরুণীর গর্ভে ভ্রূণ কী অবস্থায় রয়েছে এবং গর্ভপাত হলে তরুণীর কোনও শারীরিক সমস্যা তৈরি হতে পারে কি না, সে বিষয়ে মেডিক্যাল বোর্ডের পরামর্শ চায় আদালত।

ওই মেডিক্যাল বোর্ড তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়ে দেয়, তাঁর গর্ভপাত করা যেতে পারে। গত ২৩ ডিসেম্বর হাই কোর্টের জমা পড়া রিপোর্টে এ-ও বলা হয়, তরুণীর গর্ভে ভ্রূণের বয়স ১৬ সপ্তাহ ১ দিন। ভ্রুণের গঠনগত কোনও সমস্যা নেই বলেও জানায় আদালত। তবে তরুণী গত ছ’মাস ধরে বিষণ্ণতা এবং উৎকণ্ঠায় ভুগছেন বলেও জানানো হয় রিপোর্টে। এ অবস্থায় পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের বিচারপতি সুবীর সেহগল মামলাকারী তরুণীর গর্ভপাতের অনুমতি দিয়েছেন।

অনুমতি দেওয়ার আগে আদালত জানিয়েছে, এ ক্ষেত্রে স্বামীর সম্মতি থাকা প্রয়োজন কি না, সেটি বিবেচনা করে দেখা হয়েছে। সব দিক বিবেচনা করে আদালত মনে করছে, গর্ভপাত করানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত একমাত্র সেই বিবাহিত মহিলাই। এ ক্ষেত্রে স্বামীর সম্মতিকে গুরুত্বহীন বলেই মনে করছে আদালত।

Advertisement
আরও পড়ুন