চোখের মেকআপ তোলার সঠিক পদ্ধতি জেনে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।
স্বল্প প্রসাধনীতেও সুন্দর হয়ে ওঠা যায় যদি চোখ হয় নজরকাড়া। কাজলকালো চোখের আবেদনই আলাদা। চোখ আবেদনময় করে তুলতে কাজল, আইশ্যাডো, মাস্কারা ব্যবহার করছেন ঠিকই। তবে তা তোলার উপায়ও জেনে রাখা জরুরি। অনেক সময় শরীর ক্লান্ত থাকলে বা নিছকই ইচ্ছা না করলে মেকআপ ঠিকমতো না তুলেই শুয়ে পড়া হয়। এর ফলে স্থায়ীভাবে ত্বকের ক্ষতি হতে পারে। বিশেষ করে চোখের। চোখের মেক আপ না তুলে ঘুমিয়ে পড়লে ভ্রূ ও চোখের পাতা ঝরে যায়। মেক আপের রাসায়নিক চোখে ঢুকে কর্নিয়ার ক্ষতি করে। তাই চোখে যতই রূপটান করুন না কেন, তা তুলে ফেলার উপায়ও জানা চাই।
চোখের মেকআপ তোলার সহজ কিছু পদ্ধতি
চোখের কাজল, আইলাইনার তুলতে চোখ রগড়ে দেওয়া বা তুলো দিয়ে গায়ের জোরে ঘষাঘষি চলবে না। চোখের চারপাশে ত্বক সংবেদনশীল। এই অংশটিতে স্ক্রাবার ঘষাও ঠিক নয়। তাই নরম তুলো দিয়ে ধীরে ধীরে কাজল, মাস্কারা তোলার চেষ্টা করুন।
ওয়াটারপ্রুফ আইলাইনার, মাস্কারা তুলতে হলে সঠিক রিমুভার ব্যবহার করতে হবে। সেটি লাগিয়ে ১০ সেকেন্ড অপেক্ষা করে আঙুল বা তুলো দিয়ে আলতো ঘষে নিন।
চোখের মেকআপ তোলার রিমুভার না থাকলে, কাজে আসতে পারে নারকেল তেল বা অলিভ অয়েল। এতে তুলো ভিজিয়ে চোখের চারপাশে ও চোখের পাতার উপরে ধীরে ধীরে মালিশ করুন। এতে মেকআপ উঠে যাবে।
কাঁচা দুধও রিমুভারের বিকল্প হতে পারে। তুলোয় বা পরিষ্কার সুতির কাপড় দুধে ভিজিয়ে নিয়ে চোখের চারপাশে ঘষে নিন। এতে মেকআপ তো উঠবেই, চোখের চারপাশের ত্বকও উজ্জ্বল হবে।
মেকআপ তোলা হয়ে গেলে ফেসওয়াশ বা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তেল ব্যবহার করলে ফেসওয়াশ দিয়ে ধোয়া জরুরি, নয়তো চোখের লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে।
পরিষ্কার করার পর একটি ভাল আই ক্রিম বা ময়েশ্চারাইজ়ার দিয়ে চোখের চারপাশে আলতো করে মালিশ করুন। এতে চোখের চারপাশের ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, চোখের ত্বকে বলিরেখা পড়বে না।
কনট্যাক্ট লেন্স পরলে, মেকআপ তোলার আগেই সেটি খুলে রাখুন। লেন্স পরা অবস্থায় মেকআপ তুলবেন না।