Virat Kohli and Rohit Sharma’s Future

রোহিত-কোহলি কি ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন? প্রশ্নের জবাব দিল ভারতের টিম ম‍্যানেজমেন্ট

২০২৭-এ বিশ্বকাপের দলে বিরাট কোহলির জায়গা হবে কি? এই প্রশ্ন আরও জোরালো হয়েছে রবিবার শতরান করে দলকে জেতানোর পর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০১:২৩
বিরাট কোহলি ও রোহিত শর্মা।

বিরাট কোহলি ও রোহিত শর্মা। — ফাইল চিত্র।

১২০ বলে ১৩৫ রান। এর পরেও ২০২৭-এ বিশ্বকাপের দলে বিরাট কোহলির জায়গা হবে কি না পরিষ্কার করে বলতে পারল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভবিষ্যতের কথা এড়িয়ে গিয়ে ভারতীয় দল শুধু বর্তমান নিয়েই ভাবতে চায়।

Advertisement

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁকে জিজ্ঞাসা করা হয় ২০২৭-এর বিশ্বকাপে রোহিত শর্মা এবং কোহলিকে দলে রাখা হবে কি না। তিনি বলেন, “বুঝতে পারছি না এ সব নিয়ে এখনই আমাদের ভাবতে হবে কেন? কোহলি সত্যি ভাল ব্যাট করছে। ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনও কারণ আছে বলে আমি মনে করছি না।”

কোটাক জানিয়ে দেন, রোহিত এবং কোহলির বর্তমান ফর্ম নিয়েই শুধু কথা হোক। তাঁদের বয়স বা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে ভাবার কোনও কারণ নেই। কোটাক বলেন, “কোহলি যে ভাবে ব্যাট করছে সেটা অসাধারণ। যে ভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন সেটাই অবাক করার মতো। আর কোনও কিছু নিয়ে কথা বলার প্রয়োজন নেই।”

Advertisement
আরও পড়ুন