India cricket team selection

রবিবারই হতে পারে ভারতের সাদা বলের সিরিজ়ের দল ঘোষণা, শুভমন অনিশ্চিত, অধিনায়কের দৌড়ে দুই ব‍্যাটার

শুভমন গিলের সাদা বলের সিরিজ়ে খেলার সম্ভাবনা প্রায় নেই। তাঁর বদলে এক দিনের সিরিজে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে দুই ব্যাটার। মুম্বইয়ে রবিবার নির্বাচকদের বৈঠক হওয়ার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২২:১৬
সিরিজ়ের দলে থাকছেন শুভমন গিল?

সিরিজ়ের দলে থাকছেন শুভমন গিল? — ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্ট চলার মাঝেই রবিবার ঘোষণা করা হতে পারে সাদা বলের সিরিজ়ের জন‍্য ভারতের দল। শুভমন গিলের এই সিরিজ়ে খেলার সম্ভাবনা প্রায় নেই। তাঁর বদলে এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল।

Advertisement

মুম্বইয়ে রবিবার নির্বাচকদের বৈঠক হওয়ার কথা। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম‍্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন‍্য দল ঘোষণা হবে। জানা যাচ্ছে ভারতীয় বোর্ড শুভমনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে নতুন অধিনায়ক প্রয়োজন। এক দিনের সিরিজ়ে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল ও পন্থ। এরকম শোনা যাচ্ছিল, শুভমনের অনুপস্থিতিতে এক দিনের সিরিজ়ে অধিনায়ক হবেন রোহিত শর্মা। কিন্তু সেই সম্ভাবনা নেই।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল ফর্মে রয়েছেন পন্থ। কিন্তু এক দিনের ক্রিকেটে তিনি শেষ খেলেছিলেন ২০২৪ সালের অগস্টে। সেই কারণে ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে বিবেচনা না-ও করা হতে পারে। সে ক্ষেত্রে অধিনায়ক হওয়ার সম্ভাবনা রাহুলের। আবার যেহেতু পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁকে এক দিনের ক্রিকেটেরও দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement
আরও পড়ুন