Smriti Mandhana- Pratika Rawal

বোঝাপড়া মন্ত্রেই সফল জুটি, বলছেন মন্ধানা

ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পরে স্মৃতি বলেছেন, ‘‘এই পুরস্কার প্রতীকারও সমান প্রাপ্য। সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে স্বস্তিতে। গত তিনটে ম্যাচ খুব কঠিন ছিল। আমরা ভাল ক্রিকেট খেলেও জিততে পারছিলাম না। তাই শেষ পর্যন্ত জয়ে ফিরে দারুণ লাগছে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০৫:৫৮
বৃহস্পতিবারের ম্যাচে স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল।

বৃহস্পতিবারের ম্যাচে স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল। ছবি: পিটিআই।

প্রতীকা রাওয়ালের সঙ্গে তাঁর ২১২ রানের জুটিই গড়ে দিয়েছিল জয়ের ভিত। বিশ্বকাপে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার পরে তাঁদের যুগলবন্দির মন্ত্র কী, তা জানালেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।

ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পরে স্মৃতি বলেছেন, ‘‘এই পুরস্কার প্রতীকারও সমান প্রাপ্য। সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে স্বস্তিতে। গত তিনটে ম্যাচ খুব কঠিন ছিল। আমরা ভাল ক্রিকেট খেলেও জিততে পারছিলাম না। তাই শেষ পর্যন্ত জয়ে ফিরে দারুণ লাগছে।’’ তাঁর সঙ্গে প্রতীকার বোঝাপড়া নিয়ে স্মৃতি বলেছেন, ‘‘আমরা ম্যাচের সময় খুব একটা কথা বলি না। আমরা জানি দু’জনকে ঠিক কী করতে হবে। আমাদের মানসিকতা অনেকটা একই রকম। যখন আমি আক্রমণাত্মক খেলি, তখন ও একটা দিক ধরে রাখে। যখন ও আগ্রাসী শট খেলতে শুরু করে আমি অন্য দিকটা ধরে রাখি।’’

ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর বলেছেন, ‘‘গোটা দল যে ভাবে খেলেছে সে জন্য খুব খুশি।”

আরও পড়ুন