Handshake Controversy

পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর নীতি থেকে সরছে ভারত? জানিয়ে দিল বোর্ড, এশিয়া কাপের ট্রফি বিতর্ক দ্রুত মিটবে, আশা সচিবের

এশিয়া কাপ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত বহাল থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৯:৩৯
cricket

পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা এবং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের সময়। ছবি: সমাজমাধ্যম।

এশিয়া কাপ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মহিলাদের বিশ্বকাপের পর যুব এশিয়া কাপেও দেখা গিয়েছে হাত না মেলানোর ঘটনা। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া স্পষ্ট করে দিয়েছেন, অদূর ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত বহাল থাকবে।

Advertisement

‘রেভস্পোর্টজ়’কে দেওয়া সাক্ষাৎকারে শইকীয়া বলেছেন, “আমি তো জ্যোতিষী নই। তাই আগে থেকে কিছু বলতে পারব না। সব কিছুই নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির উপরে। এখনও পর্যন্ত পরিস্থিতি ঠিকঠাক হয়নি। কাল কী হবে জানি না।”

এশিয়া কাপের ট্রফি এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভির থেকে নিতে চায়নি ভারতীয় দল। সেই ট্রফি এখনও ভারতের হাতে আসেনি। সে সম্পর্কে শইকীয়া বলেছেন, “দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এশিয়া কাপের ফাইনাল থেকে এই পরিস্থিতি চলছে। আশা করি দ্রুত ট্রফি ভারতে আসবে। আইসিসি বৈঠকে আমি নিজে এসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।”

শইকীয়ার সংযোজন, “আমাদের অনেক বৈঠক হয়েছে। সেই বৈঠকে আইসিসি চেয়ারম্যানও (জয় শাহ) ছিলেন। কিন্তু প্রধান বৈঠকে ছিলেন না। সেই বৈঠক শেষ হওয়ার পর আমরা আলাদা করে দেখা করি। ইতিবাচক আলোচনা হয়। আশা করি দ্রুত ট্রফি ভারতে পাঠানো হবে এবং এই অধ্যায় শেষ হবে।”

Advertisement
আরও পড়ুন