KL Rahul on India's Loss at Lord's

ক্ষত এখনও টাটকা! লর্ডসে হার নিয়ে মুখ খুললেন রাহুল, কী বললেন ভারতের শতরানকারী ব্যাটার

লর্ডসে অনেক লড়াই করেও হারতে হয়েছে ভারতকে। ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে সিরিজ়ে পিছিয়ে পড়েছে তারা। সেই হার নিয়ে এ বার মুখ খুললেন লোকেশ রাহুল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২০:৪৭
cricket

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

তিনি যত ক্ষণ ক্রিজ়ে ছিলেন, আশা ছিল ভারতের। বিশেষ করে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের কাঁধেই ছিল দলকে জেতানোর দায়িত্ব। পারেননি রাহুল। লর্ডসে অনেক লড়াই করেও হারতে হয়েছে ভারতকে। ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে সিরিজ়ে পিছিয়ে পড়েছে তারা। সেই হার নিয়ে এ বার মুখ খুললেন রাহুল।

Advertisement

এই ম্যাচকে শুধুমাত্র জয়-পরাজয়ের মধ্যে আটকে রাখতে চান না রাহুল। তিনি শিখতে চান। রাহুল সমাজমাধ্যমে ভারতীয় দলের একটা ছবি দিয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, “কিছু ম্যাচ জয়-পরাজয় দিয়ে বিচার করা যায় না। সেই সব ম্যাচে আপনার চরিত্র ও ক্রিকেটীয় মানসিকতার পরীক্ষা হয়। সেই সব ম্যাচের শিক্ষা আপনাকে আরও শক্তিশালী বানায়।”

রাহুলের কথা থেকে পরিষ্কার, লর্ডসে হারলেও হতাশ নন তাঁরা। উল্টে সেখানে যে লড়াই তাঁরা করেছেন, সেই লড়াইকে পাথেয় করে এগিয়ে যেতে চান। লর্ডসের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দুটো টেস্টে নামতে চান তাঁরা। সেই বার্তাই ভারতীয় ব্যাটার দিয়েছেন।

একই কথা শোনা গিয়েছে ভারত অধিনায়ক শুভমন গিলের গলাতেও। ম্যাচ হেরে তিনি জানিয়েছেন, এই ম্যাচের ফল দেখে বোঝা যাবে না ম্যাচে কতটা লড়াই হয়েছে। ভারত যথেষ্ট ভাল খেলেছে। তার পরেও হারতে হয়েছে। এই মানসিকতা নিয়েই ম্যাঞ্চেস্টারে তাঁরা নামবেন বলে জানিয়েছেন শুভমন।

লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে ভারত এক সময় ভাল জায়গায় ছিল। রাহুল ও ঋষভ পন্থের মধ্যে ১৪১ রানের জুটি হয়েছিল। কিন্তু তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগে তাড়াহুড়ো করতে গিয়ে ৭৪ রানের মাথায় রান আউট হন পন্থ। সেখানেই খেলা ঘুরে যায়। রাহুল ১০০ রানে আউট হন। তার পরে ভারতের ইনিংসে ধস নামে। ফলে লিড নিতে পারেনি তারা। ৩৮৭ রানে ভারতের ইনিংসও শেষ হয়।

শেষ দিন ১৯৩ রান তাড়া করতে নেমে রাহুলের কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু ৩৯ রানের মাথায় বেন স্টোকসের বলে আউট হন তিনি। তার পরে আবার ধস নামে ব্যাটিংয়ে। শেষ দিকে রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ অনেক লড়াই করেন। কিন্তু উইকেট হাতে না থাকার খেসারত দিতে হয় ভারতকে। তার পরেও রাহুলেরা বুঝিয়ে দিচ্ছেন, তাঁদের মনোবল একেবারে কমেনি। হারের ধাক্কা সামলে পরের টেস্টে খেলতে নামবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন