Yashasvi Jaiswal

ভারতের টি-টোয়েন্টি দলে ব্রাত্য! তবু ঘরোয়া ক্রিকেটে ‘না’ যশস্বীর, রঞ্জির বাকি মরসুমে জয়সওয়ালকে পাবে না মুম্বই

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে দু’টি ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। সেই দুই ম্যাচে যশস্বী জয়সওয়ালকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৫৯
cricket

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

অজিঙ্ক রাহানের পর যশস্বী জয়সওয়াল। রঞ্জি ট্রফিতে আরও এক ক্রিকেটারকে পাবে না মুম্বই। রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে দু’টি ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। সেই দুই ম্যাচে যশস্বীকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। অথচ, সামনে দেশের হয়ে খেলবেন না যশস্বী। তা-ও ঘরোয়া ক্রিকেটে নামবেন না তিনি।

Advertisement

মুম্বইয়ের হয়ে ১-৪ নভেম্বর শেষ রঞ্জি খেলেছিলেন যশস্বী। রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংসে ৬৭ ও ১৫৬ রান করেছিলেন তিনি। ২২ জানুয়ারি মুম্বইয়ের পরের ম্যাচ রয়েছে হায়দরাবাদের বিরুদ্ধে। ২৯ জানুয়ারি থেকে গ্রুপের শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলবে তারা। সেই দুই ম্যাচে খেলবেন না যশস্বী।

সংবাদসংস্থা পিটিআই-কে মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক বলেছেন, “রাহানে ও যশস্বীকে রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না। রাহানে ব্যক্তিগত কারণে খেলবেন না।” কিন্তু যশস্বী কেন খেলবেন না, তার জবাব দেননি ওই কর্তা।

মুম্বই আপাতত রঞ্জির এলিট গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে। কিন্তু প্রথম দুই দলের মধ্যে শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠতে বাকি দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জিততে হবে তাদের। ফলে দু’টি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেখানেই দুই তারকাকে পাবে না ৪২ বারের রঞ্জি চ্যাম্পিয়নেরা।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলে থাকলেও প্রথম দু’টি ম্যাচে খেলার সুযোগ পাননি যশস্বী। রবিবার ইনদওরে তৃতীয় তথা শেষ ম্যাচেও প্রথম একাদশে তাঁর খেলার সম্ভাবনা নেই। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে নেই যশস্বী। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাঁকে নেওয়া হয়নি। ফলে আইপিএলের আগে যশস্বীর খেলা নেই।

ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, দেশের হয়ে খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নিয়ম মেনে রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে খেলতে পারতেন যশস্বী। কিন্তু তিনি খেলবেন না। তাঁকে কেন পাওয়া যাবে না, সেই বিষয়ে মুখে কুলুপ মুম্বই ক্রিকেট সংস্থার।

Advertisement
আরও পড়ুন