তিরুঅনন্তপুরমে অর্ধশতরানের পর সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
গত বছর রান খুঁজছিলেন। প্রতি ম্যাচে আউট হয়ে যাচ্ছিলেন। হতাশ হচ্ছিলেন। কিন্তু ভরসা হারাননি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে রানে ফিরেছেন সূর্যকুমার যাদব। পাঁচ ম্যাচের সিরিজ়ে তিনটি অর্ধশতরান করেছেন। সেই সঙ্গে রেকর্ডও গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বল খেলে ৩০০০ রান করেছেন তিনি।
তিরুঅনন্তপুরমে ৩০ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন সূর্য। এই ইনিংসের মাঝেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১৮২২ বল খেলে ৩০০০ রান করেছেন সূর্য। এত দিন এই রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার মহম্মদ ওয়াসিমের দখলে। ১৯৪৭ বলে ৩০০০ রান করেছিলেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার রয়েছেন তিন নম্বরে। ৩০০০ রান করতে ২০৬৮ বল নিয়েছেন তিনি।
চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি নিয়েছেন ২০৭৭ বল। অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ২১১৩ বলে ৩০০০ রান করেছেন। ষষ্ঠ স্থানে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। তিনি ২১৪৯ বলে ৩০০০ রান করেছেন। তাঁর পরেই রয়েছেন বিরাট কোহলি। ৩০০০ রান করতে তিনি নিয়েছেন ২১৬৯ বল।
তা-ও তো গত বছর ফর্মের ধারেকাছে ছিলেন না সূর্য। ২০২৫ সালে ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন মাত্র ২১৮ রান। ১৪-র কম গড়ে রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেটও বেশি ছিল না। ১২৫ স্ট্রাইক রেটে রান করেছিলেন ভারত অধিনায়ক। তার পরেও রেকর্ড গড়লেন তিনি। বুঝিয়ে দিলেন, ফর্ম খারাপ-ভাল হতে পারে। কিন্তু ক্রিকেটারের দক্ষতাই আসল। এক সময় আইসিসি ক্রমতালিকায় শীর্ষে থারা সূর্য আরও এক বার নিজের জাত চেনালেন।