সরাসরি
India vs New Zealand Series 2026

৬৩ রান করে আউট সূর্য, তিরুঅনন্তপুরমে ঈশানের ঝড়, ভারত ১৬ ওভারে ২০১/৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচ ভারতের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেছে ভারত। শেষ ম্যাচ জিতে বিশ্বকাপে নামতে চাইবেন সূর্যকুমার যাদবেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:১৮
cricket

ঈশান কিশন (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। রায়পুরে ভারতের জয়ের দুই নায়ক। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:১১ key status

থামল সূর্যের ঝোড়ো ইনিংস

৩০ বলে ৬৩ রান করে মিচেল স্যান্টনারের বলে স্টাম্প আউট হলেন সূর্য। তবে তার আগে ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ১৮৫ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:০৯ key status

শেষ পাঁচ ওভারে ৯৬ রান ভারতের

ভারতের দুই ব্যাটারকে থামানো যাচ্ছে না। শেষ পাঁচ ওভারে ৯৬ রান করেছেন তাঁরা। ঈশান এক ওভারে ২৮ রান নেওয়ার পর সূর্যও জেকব ডাফির এক ওভারে তিনটি ছক্কা মেরেছেন। তিরুঅনন্তপুরমে বড় রানের পথে ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:০৬ key status

অর্ধশতরান সূর্যের

বিশ্বকাপের আগে ছন্দে ভারত অধিনায়ক। তিরুঅনন্তপুরমে ২৬ বলে অর্ধশতরান করলেন তিনি। সিরিজ়ে তৃতীয় অর্ধশতরান করলেন তিনি। ঈশানের পাশাপাশি ঝড় তুলেছেন তিনিও। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭ key status

অর্ধশতরান ঈশানের

প্রথম একাদশে ফিরে আবার রানে ঈশান। ২৮ বলে অর্ধশতরান করলেন তিনি। নিউ জ়িল্যান্ডের ইশ সোধির এক ওভারে ২৮ রান নিয়েছেন তিনি। মেরেছেন চারটি চার ও দু’টি ছক্কা। তাঁকে থামাতে পারছে না নিউ জ়িল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ key status

১০০ পার ভারতের

১০ ওভারে ১০০ পার ভারতের। ঈশান ২৩ বলে ৩৯ ও সূর্য ১৫ বলে ২৭ রানে খেলছেন। ভারতের রান তোলার গতি বাড়িয়েছেন দু’জনে। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৪১ key status

জুটি গড়েছেন সূর্য-ঈশান

দুই ওপেনার আউট হওয়ার পর জুটি গড়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিশন। দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। মাঝেমধ্যেই হাত খুলছেন দুই ব্যাটার। 

Advertisement
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৩২ key status

৬ ওভারে ভারত ৫৪/২

ব্যাট করছেন ঈশান (১৩) এবং সূর্যকুমার (৫)।

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:১০ key status

২ ওভারে ভারত ২৯/০

ব্যাট করছেন অভিষেক (২৪) এবং সঞ্জু (৫)।

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ key status

ভারতীয় দলে তিন বদল

শেষ ম্যাচে ভারতীয় দলে তিনটি বদল করা হয়েছে। দলে ফিরেছেন ঈশান কিশন, অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী। বাদ পড়েছেন হর্ষিত রানা, রবি বিশ্নোই ও কুলদীপ যাদব। 

ভারতের প্রথম একাদশ— সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩ key status

টস জিতলেন সূর্য

আরও একটি ম্যাচে টস জিতলেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করবে ভারত। নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চান তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন