Women's ODI World Cup 2025

হরমনপ্রীতদের ‘দোষ’ ঢাকতে ব্যস্ত কোচ! বৃহস্পতিবার ‘কোয়ার্টার ফাইনাল’-এর আগেও পুরনো কথা অমলের মুখে

হারের হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডের মুখোমুখি ভারত। এই ম্যাচ হারলে মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে হরমনপ্রীত কৌরদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২২:১৩
cricket

হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।

বৃহস্পতিবার বিশ্বকাপের ‘কোয়ার্টার ফাইনাল’ খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে। আর হারলে কঠিন হয়ে পড়বে শেষ চারের অঙ্ক। হারের হ্যাটট্রিকের পর নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। স্বাভাবিক ভাবেই চাপে হরমনপ্রীত কৌরেরা। কিন্তু দলের প্রধান কোচ অমল মুজুমদারকে দেখে সে সব বোঝার উপায় নেই। তিনি এখনও দলের সকলের ‘দোষ’ ঢেকে চলেছেন। বিশ্বকাপের পারফরম্যান্সের কথা বললেই পুরনো কথা শোনা যাচ্ছে কোচের মুখে।

Advertisement

নবি মুম্বইয়ে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দলের ব্যাটিং নিয়ে প্রশ্নের মুখে পড়েন অমল। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও শতরান করতে পারেননি ভারতীয় ব্যাটারেরা। টপ অর্ডারের স্ট্রাইক রেটের অবস্থাও খারাপ। তাতে চিন্তিত নন অমল। তিনি বলেন, “এটা সত্যি যে বিশ্বকাপে আমাদের কেউ শতরান করতে পারেনি। কিন্তু গত দেড় বছরে এক দিনের ক্রিকেটে আমাদের ক্রিকেটারেরা অনেক শতরান করেছে। এই ছবি আগে দেখা যায়নি।”

অমল জানিয়েছেন, এই সমস্যা দ্রুত মিটে যাবে। তিনি বলেন, “দলের সকলে মিলে বসে এই আলোচনাই করছে। ওরা বলছে, অর্ধশতরানকে শতরানে পরিণত করতে হবে। সেটাই হচ্ছে না। ওরা সেটা জানে। আমি আশাবাদী, দ্রুত এই সমস্যা মিটে যাবে। আগামী ম্যাচেই আমরা শতরান দেখতে পাব।”

সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে দলের ওপেনার প্রতিকা রাওয়াল ও তিন নম্বরে নামা হরলীন দেওলকে নিয়ে। তাঁদের স্ট্রাইক রেট ৮০-র নীচে। ফলে ইনিংসের শুরুতেই রান তোলার গতি কমে যাচ্ছে। তাতে দলের সমস্যা হচ্ছে। এই প্রশ্নের জবাবেও পুরনো সেই দিনের কথা টেনেছেন অমল। তিনি বলেন, “প্রতিকা জাতীয় দলে অভিষেকের পর থেকে গত কয়েক মাসে কত উন্নতি করেছে সেটা সকলে দেখেছে। প্রথম থেকেই ওর স্ট্রাইক রেট এ রকম। হরলীন আমাদের দলের বড় স্তম্ভ। গত কয়েক মাসে ওরা দারুণ ক্রিকেট খেলেছে। তাই ওদের নিয়ে আমার কোনও চিন্তা নেই।”

ঠিক তেমনই অধিনায়ক হরমনপ্রীতকে নিয়েও কোনও চিন্তা নেই অমলের। আগের ম্যাচে ৭০ রান করেছিলেন হরমনপ্রীত। অমল জানিয়েছেন, অধিনায়কের উপর পুরো আস্থা রয়েছে তাঁর। কোচ বলেন, “দেশের মাটিতে বিশ্বকাপ হলে অধিনায়কের উপর বাড়তি চাপ থাকে। কিন্তু হরমনপ্রীত দুর্দান্ত অধিনায়কত্ব করছে। চাপের মধ্যে ব্যাট করছে। আগের ম্যাচে ৭০ রান করেছে। হ্যাঁ, শতরান হাতছাড়া হয়েছে। কিন্তু আমার মনে হয়, পরের ম্যাচেই ও বড় রান পাবে।”

কোচ অমল যতই ক্রিকেটারদের ঢেকে রাখুন, ভারতীয় দলের দুর্বলতা সকলের সামনে চলে এসেছে। তার প্রভাব পড়ছে একের পর এক ম্যাচে। নিউ জ়িল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে উঠতে হয়তো সমস্যা হবে না ভারতের। কিন্তু যদি বৃহস্পতিবারও হরমনপ্রীতেরা হারেন, তা হলে কিন্তু আর দোষ ঢাকার সুযোগটাও পাবেন না অমল।

বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে শুরু ভারত বনাম নিউ জ়িল্যান্ড খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন