সাজঘরে বিরাট কোহলিকে আলিঙ্গন গৌতম গম্ভীরের। ছবি: এক্স।
সমালোচনার জবাব দিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আরও এক বার দেখিয়েছেন, ক্রিকেট এখনও অনেকটাই বাকি আছে তাঁদের মধ্যে। রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে শতরান করেছেন কোহলি। অর্ধশতরান করেছেন রোহিত। তাঁদের ইনিংস সাজঘরে বসে দেখেছেন কোচ গৌতম গম্ভীর। হাততালি দিয়েছেন। দুই তারকার ইনিংসের প্রশংসা করেছেন। কিন্তু মুখে হাসি দেখা যায়নি গৌতির।
রাঁচীতে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি বেঁধেছে রোহিত ও কোহলি। ১৮তম ওভারে ছক্কা মেরে অর্ধশতরান করেছেন কোহলি। পরের ওভারেই হয়েছে রোহিতের অর্ধশতরান। দু’বারই ক্যামেরা দেখিয়েছে গম্ভীরকে। সাজঘরে রোদচশমা পরে বসেছিলেন তিনি। বসে বসেই হাততালি দিয়েছেন। গম্ভীর মুখেই বসেছিলেন তিনি।
পরে যখন কোহলি শতরান করেছেন, তখনও সাজঘরে গম্ভীরকে দেখা গিয়েছে বসে বসে হাততালি দিতে। তখনও তাঁর চোখে রোদচশমা ছিল। গম্ভীরের এই রোদচশমা পরে বসার সমালোচনা হয়েছে সমাজমাধ্যমে। অনেকের মতে, ইচ্ছা করেই রোদচশমা পরেছিলেন তিনি। যাতে চোখ দেখে কিছু বোঝা না যায়, সেই জন্যই তিনি এই কাজ করেছেন বলে মত তাঁদের। ১৩৫ রান করে আউট হয়ে কোহলি সাজঘরে ফেরার পর অবশ্য তাঁকে জড়িয়ে ধরেছেন গম্ভীর।
ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকে রোহিত ও কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। গম্ভীর দলে তারকাপ্রথার অবসান করতে চেয়েছেন। জানা গিয়েছে, রোহিত ও কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার নেপথ্যেও নাকি গম্ভীর। এমনকি, তাঁরা ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে। সে ক্ষেত্রেও সকলে গম্ভীরকে টেনে এনেছেন। সেই কারণেই কি দুই তারকার কীর্তির পর গম্ভীর মুখে দেখা গিয়েছে গৌতিকে?