Gautam Gambhir Angry on Arshdeep Singh

অর্শদীপের সাত ওয়াইডে ক্ষুব্ধ গম্ভীর, ডাগ আউটে বসে হারালেন মেজাজ, টি২০-তে লজ্জার নজির ভারতীয় পেসারের

মুল্লানপুরে জঘন্য বল করলেন অর্শদীপ সিংহ। প্রথম ওভার থেকে লাইন-লেংথ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। অর্শদীপের উপর রেগে যান কোচ গৌতম গম্ভীরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:২০
cricket

মুল্লানপুরে ডাগ আউটে বসে ক্ষুব্ধ গৌতম গম্ভীর। ছবি: এক্স।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০-র বেশি উইকেটের মালিক অর্শদীপ সিংহকে দেখে মনে হল, কেরিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। নিজের ঘরের মাঠে ভয়ে কেঁপে গেলেন তিনি। বিশেষ করে কুইন্টন ডি’ককের সামনে দেখে মনে হল, মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে ভারতীয় পেসারের। অর্শদীপকে দেখে মেজাজ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীরও।

Advertisement

ঘটনাটি ঘটে ম্যাচের ১১তম ওভারে। অর্শদীপের প্রথম বলেই ছক্কা মারেন ডি’কক। তার পর থেকেই ক্রমাগত অফ স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করতে থাকেন তিনি। বোঝা যাচ্ছিল, বাঁচার চেষ্টা করছেন ভারতীয় পেসার। সেটা করতে গিয়ে সেই ওভারে সাতটি ওয়াইড করেন তিনি। বলের নিয়ন্ত্রণই রাখতে পারছিলেন না অর্শদীপ।

দলের বোলারের হাল দেখে মেজাজ হারান গম্ভীর। অর্শদীপের সপ্তম ওয়াইডের পর ক্যামেরায় গম্ভীরকে দেখানো হয়। দেখা যায়, উত্তেজিত ভঙ্গিতে পাশে বসে থাকা মর্নি মর্কেলের সঙ্গে কথা বলছেন। মর্কেল ভারতের বোলিং কোচ। সেই কারণেই হয়তো তাঁর সঙ্গে কথা বলছিলেন গম্ভীর।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারে সবচেয়ে বেশি বল করার লজ্জার নজিরও গড়লেন অর্শদীপ। এর আগে এই নজির ছিল আফগানিস্তানের নবীন উল হকের। ২০২৪ সালে হারারেতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এক ওভারে ১৩ বল করেছিলেন তিনি। অর্শদীপও এই ম্যাচে ওভারে ১৩ বল করেছেন। সব মিলিয়ে ৪ ওভারে ৫৪ রান দিয়েছেন অর্শদীপ। একটিও উইকেট পাননি ভারতের বাঁহাতি পেসার।

Advertisement
আরও পড়ুন