India vs England 2025

‘আমার উপর সব সময় চাপ’, ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বলে দিলেন ভারতের কোচ গম্ভীর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে গিয়ে টেস্ট সিরিজ় হেরেছিল ভারত। তার আগে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ় হেরেছিল। সেই সবের পর গম্ভীরের চাপে থাকা স্বাভাবিক। কিন্তু এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২১:২৪
Gautam Gambhir

গৌতম গম্ভীর। ছবি: এক্স।

ইংল্যান্ড যাওয়ার আগে চাপে রয়েছেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সে কথা স্বীকার করে নিলেন নিজেই। সেই সঙ্গে জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ হিসাবে তিনি সব সময়ই চাপে থাকেন।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে গিয়ে টেস্ট সিরিজ় হেরেছিল ভারত। তার আগে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ় হেরেছিল। সেই সবের পর গম্ভীরের চাপে থাকা স্বাভাবিক। কিন্তু এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সব চাপ তো তখনই উবে যাওয়ার কথা। গম্ভীর মানছেন না। তিনি বৃহস্পতিবার বলেন, “আমি সব সময় চাপে থাকি। ফলের উপর সেটা নির্ভর করে না। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ়ে হারের পর যেমন চাপে ছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তেমনই আছি। চাপের পরিমাণ কম, বেশি হয়েছে কি না জিজ্ঞেস করতে পারেন। তবে আমি একই রকম চাপে থাকি সব সময়। গোটা দেশ চায় কোচ হিসেবে আমি সব ম্যাচে দলকে জেতাই।”

ইংল্যান্ড যাওয়ার আগে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সদরদফতরে সাংবাদিক বৈঠকে বসেছিলেন শুভমন গিল এবং গম্ভীর। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হন শুভমন। তিনি বলেন, “অধিনায়ক হিসাবে আমার নাম ঘোষণা হওয়ার পর আপ্লুত হয়ে গিয়েছিলাম। তবে এখনই দলের ব্যাটিং অর্ডার ঠিক করিনি। পরিকল্পনা করার জন্য ১০ দিন সময় আছে।”

২০ জুন থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়। পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে দুই দল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অবসরের পর এই প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।

Advertisement
আরও পড়ুন