Gautam Gambhir

আট বছর পর দলে ফিরে চার ইনিংসে ৭৭ রান! করুণকে নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর

জাতীয় দলে আট বছর পর প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ারের। তবে দেশের হয়ে এখনও রান পাননি। চার ইনিংসে মোটে ৭৭ রান করেছেন। সেই ক্রিকেটারকে নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৬:৪৯
cricket

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

জাতীয় দলে আট বছর পর প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ারের। ইংল্যান্ড সিরিজ়ে লিডস এবং এজবাস্টনে খেলার পর লর্ডসেও সুযোগ পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করলেও দেশের হয়ে এখনও রান পাননি। চার ইনিংসে মোটে ৭৭ রান করেছেন। সেই ক্রিকেটারকে নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর।

Advertisement

চেতেশ্বর পুজারার সঙ্গে আলোচনায় অবশ্য করুণের সাম্প্রতিক ফর্ম নিয়ে কোনও কথা হয়নি। বরং গম্ভীর জোর দিয়েছেন আট বছর পর জাতীয় দলে ফেরা এবং ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকেই।

গম্ভীর বলেছেন, “একটা জিনিস বলো, তুমিও এক সময় একই জায়গায় ছিলে। তোমাকে প্রথম শ্রেণির ক্রিকেটে গিয়ে ভাল খেলে, অনেক রান করে তার পর জাতীয় দলে ফিরতে হয়েছে। অনেক বার এ রকম হয়েছে। আমাকেও একই কাজ করতে হয়েছে। যদি কেউ ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে খেলতে চায় বা তাকে বাদ দেওয়া হয় বা সে দলের অংশ না হয়, তা হলে প্রত্যাবর্তনের একমাত্র উপায় হল প্রথম শ্রেণির ক্রিকেটে গিয়ে ঝুড়ি ঝুড়ি রান করা।”

গম্ভীরের সংযোজন, “করুণ ঠিক সেটাই করেছে। ও নিজেকে প্রমাণ করেছে। এই জন্যই আমি বার বার বলি, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা খুব খুব গুরুত্বপূর্ণ।” পুজারার উদ্দেশে গম্ভীর আরও বলেছেন, “তুমি প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব জানো। তুমি প্রচুর ম্যাচ খেলেছ। ভারতীয় ক্রিকেটের আসল শক্তিই হল প্রথম শ্রেণির ক্রিকেট।”

Advertisement
আরও পড়ুন