Ajinkya Rahane

‘অধিনায়কত্বের দায়িত্বে আর থাকতে চাই না’, কোন দলের নেতৃত্ব ছেড়ে দিলেন রাহানে?

গত দুই মরসুমে মুম্বই রাজ্য দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই দায়িত্ব থেকে ইস্তফা দিলেন অজিঙ্ক রাহানে। জানিয়ে দিলেন, আর মুম্বইকে নেতৃত্ব দিতে চান না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৪:০৫
cricket

অজিঙ্ক রাহানে। — ফাইল চিত্র।

গত দুই মরসুমে মুম্বই রাজ্য দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই দায়িত্ব থেকে ইস্তফা দিলেন অজিঙ্ক রাহানে। জানিয়ে দিলেন, আর মুম্বইকে নেতৃত্ব দিতে চান না। সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাহানে। নতুন প্রজন্মের অধিনায়ক খুঁজে নেওয়ার এটাই সেরা সময় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন রাহানে। লেখেন, “মুম্বইয়ের নেতৃত্ব দেওয়া এবং ট্রফি আমার কাছে বিরাট সম্মানের। নতুন একটা মরসুম শুরু হতে চলেছে। তার আগে নতুন নেতা খুঁজে নেওয়ার এটাই সেরা সময়। তাই অধিনায়কত্বের দায়িত্বে আর থাকতে চাই না। তবে খেলোয়াড় হিসাবে মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়ার ব্যাপারে আমি দায়বদ্ধ। মুম্বইকে আরও ট্রফি জেতাতে চাই।”

রাহানের নেতৃত্বে সাত বছরের খরা কাটিয়ে ২০২৩-২৪ মরসুমে রঞ্জি জিতেছিল মুম্বই। গত মরসুমে ইরানি ট্রফিও জেতে তারা। মুম্বই দলে অবশ্য নেতার অভাব নেই। শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ়‌ খান রয়েছেন। যশস্বী বা সরফরাজ়‌ের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সে ভাবে নেই। শ্রেয়স আইপিএলে তিনটে দলকে নেতৃত্ব দিয়েছেন। সূর্য এখন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। কিন্তু জাতীয় দলে খেলার জন্য এঁদের ঘরোয়া ক্রিকেটে কতটা সময় পাওয়া যাবে সেটাই প্রশ্ন। শোনা যাচ্ছে, তরুণ এবং গোটা মরসুম পাওয়া যাবে এমন কাউকেই নেতৃত্বের জন্য ভাবছে মুম্বই।

রাহানে আইপিএলে কেকেআরেরও অধিনায়ক। তবে সেই দায়িত্বও থাকবে কি না সন্দেহ রয়েছে। গত মরসুমে রাহানের নেতৃত্বে একেবারেই ভাল খেলেনি কেকেআর। দলও নতুন অধিনায়কের সন্ধানে রয়েছে। এমনিতেই রাহানে আর জাতীয় দলে জায়গা পান না। ফলে মুম্বইয়ের নেতৃত্ব ছাড়া তাঁর ক্রিকেটজীবনের সমাপ্তির ইঙ্গিত কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন