Cheteshwar Pujara on Jasprit Bumrah

বলের গতি বা লাইন-লেংথ নয়, বুমরাহের সাফল্যের নেপথ্যে কোন অস্ত্র? জানিয়ে দিলেন পুজারা

বিশ্বের সেরা বোলারদের তালিকায় পড়েন জসপ্রীত বুমরাহ। তাঁর প্রধান অস্ত্র কী? চেতেশ্বর পুজারার মতে, বলের গতি বা লাইন-লেংথ নয়, পুজারার সাফল্য অন্য একটা কারণে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৩:০৪
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

৯ বছরের কেরিয়ারে তিন ফরম্যাটেই বিশ্বের সেরা বোলারদের তালিকায় রয়েছেন তিনি। ৪৭ টেস্টে ২১৭, ৮৯ এক দিনের ম্যাচে ১৪৯ ও ৭০ টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহের প্রধান অস্ত্র কী? বুমরাহের সঙ্গে দীর্ঘ দিন খেলা চেতেশ্বর পুজারার মতে, বলের গতি বা লাইন-লেংথ নয়, পুজারার সাফল্য অন্য একটা কারণে।

Advertisement

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহকে নিয়ে মুখ খুলেছেন পুজারা। তাঁর মতে, বুমরাহের সেরা অন্ত্র তাঁর মগজ। পুজারা বলেন, “বেশির ভাগ মানুষ বুমরাহের দক্ষতার কথা বলেন। ওর বোলিং অ্যাকশন বা গতির কথা বলেন। কিন্তু একটা বিষয় সকলে এড়িয়ে যান। সেটা হল বুমরাহের মগজাস্ত্র। মাঠের পরিস্থিতি ও খুব ভাল বোঝে। আইপিএলে লাসিথ মালিঙ্গার কাছ থেকে ও শিখেছে কী ভাবে ব্যাটারকে বোকা বানাতে হয়। ও কয়েকটা বল করার পরেই পিচ বুঝে ফেলে। সেই পিচে কী ভাবে বল করলে ব্যাটার সমস্যায় পড়বে সেটা বুঝে যায়। সেই কারণেই ও এতটা সফল।”

রোহিত শর্মার পর ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন বুমরাহ। কিন্তু তাঁর ফিটনেস তাঁকে পিছিয়ে দিয়েছে। অধিনায়ক হওয়ার সব গুণ বুমরাহের মধ্যে রয়েছে বলে মনে করেন পুজারা। তিনি বলেন, “সাজঘরে বসে ও সারা ক্ষণ খেলা দেখে। বেশির ভাগ জোরে বোলার সাজঘরে ফিরে বিশ্রাম নেয়। বুমরাহ সে রকম নয়। মাঠে কী হচ্ছে সে দিকে ওর নজর থাকে। অনেক সময় সাজঘরে আমি ওর পাশে বসতাম। বুমরাহ আমাকে বলত, কী ভাবে ব্যাটার ও বোলারদের পরিকল্পনা করা উচিত। ওর মধ্যে ভাল অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে। সেই কারণেই শুভমনের আগে ওকে অধিনায়ক করা হয়েছিল।”

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়েও ফর্মে রয়েছেন বুমরাহ। তিন টেস্টের মধ্যে দুটোতে খেলেছেন তিনি। হেডিংলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় টেস্টে নেন ২ উইকেট।

চোট সারিয়ে ফেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্টে যে বুমরাহ খেলবেন না তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনটে টেস্টে খেলানো হবে তাঁকে। তবে কোন তিনটে টেস্ট সেটা আগে বলা হয়নি। প্রথম ও তৃতীয় টেস্ট খেলেছেন বুমরাহ। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে আট দিন বিশ্রাম থাকায় বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলবেন বলেই জানা গিয়েছে। ভারত সিরিজ়ে ১-২ পিছিয়ে। এই পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টারে বুমরাহকে প্রথম একাদশের বাইরে রাখার ঝুঁকি নিতে পারছেন না গৌতম গম্ভীর, শুভমন গিলেরা।

Advertisement
আরও পড়ুন