Hardik Pandya Injury Scare

কটকে খেলতে নামার আগে আবার চোট-আতঙ্ক হার্দিকের! ২০ মিনিট বল করেই অস্বস্তিতে অলরাউন্ডার, দেখা গেল না শেষ অনুশীলনে

কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে কি আবার চোট পেলেন হার্দিক পাণ্ড্য! অনুশীলনে বল করার সময় অস্বস্তি হয় তাঁর। ফলে আর বল করেননি হার্দিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

চোট সারিয়ে ফিরে কি আবার চোট পেয়ে গেলেন হার্দিক পাণ্ড্য? কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে অনুশীলনে সমস্যা হয়েছে হার্দিকের। বল করার সময় অস্বস্তি হয় তাঁর। ফলে আর বল করেননি হার্দিক। দলের শেষ অনুশীলনেও দেখা যায়নি তাঁকে।

Advertisement

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, রবিবার একা একা অনুশীলন করেন হার্দিক। শুরুতে বল করছিলেন তিনি। ২০ মিনিট বল করার পর বোঝা যায়, কিছু একটা সমস্যা হচ্ছে হার্দিকের। কোয়াড্রিসেপসে চোট লাগায় এত দিনে মাঠের বাইরে ছিলেন হার্দিক। তাঁর চোটের জায়গাতেই সমস্যা হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। হার্দিকের মুখ দেখে বোঝা যাচ্ছিল, অস্বস্তি হচ্ছে।

আর বল করেননি হার্দিক। মাঠের ধারে শুয়ে পড়েন। ফিজিয়ো তাঁকে পরীক্ষা করে দেখেন। ফিজিয়োর কাছে ম্যাসাজ নেওয়ার পর আবার ওঠেন হার্দিক। এ বার নেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি। কিছু ক্ষণ ব্যাট করার পর ফিরে যান ভারতীয় দলের অলরাউন্ডার।

হার্দিক কেমন রয়েছেন, তা জানতে সকলের নজর ছিল সোমবারের অনুশীলনে। সেখানে দেখা যায়নি হার্দিককে। বাকি দল অনুশীলন করলেও অনুপস্থিত ছিলেন তিনি। তার পরেই হার্দিকের চোটের জল্পনা আরও বেড়েছে। ভারতীয় দল অবশ্য কিছু জানায়নি। সাংবাদিক বৈঠকে অধিনায়ক সূর্যকুমার যাদবও কিছু বলেননি। হতে পারে, হার্দিককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই সোমবার অনুশীলন করেননি তিনি।

এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়েছিলেন হার্দিক। ফলে ফাইনালে খেলতে পারেননি তিনি। তার পর থেকে বিশ্রামেই ছিলেন ভারতের অলরাউন্ডার। চোট সারিয়ে ফিরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিকে পঞ্জাবের বিরুদ্ধে বরোদার হয়ে নেমেছিলেন তিনি। ম্যাচ জেতানো ৭৭ রানও করেন। তাঁকে দেখে মনে হচ্ছিল না, কোনও সমস্যা হচ্ছে। সেই হার্দিককে ঘিরেই আবার চোট-আতঙ্ক দেখা দিয়েছে। কটকে মঙ্গলবারের ম্যাচে তিনি খেলবেন কি না, সে দিকেই নজর ভারতের ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
আরও পড়ুন