Shardul Thakur

দু’বছর পর বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন ৩৪ বছরের শার্দূল, দলে কোথায় খেলবেন, ঠিক করে ফেলেছেন সেটাও

বয়সের কারণে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এক দিনের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই ৩৪ বছরের শার্দূল ঠাকুর জানিয়ে দিয়েছেন, তিনি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। সত্যিই কি সম্ভব সেটা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১২:৩৬
cricket

শার্দূল ঠাকুর। — ফাইল চিত্র।

বয়সের কারণে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’বছর পর এক দিনের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই ৩৪ বছরের শার্দূল ঠাকুর জানিয়ে দিয়েছেন, তিনি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। তার জন্য যা যা করার দরকার করবেন। এমনকি কোন জায়গায় তিনি খেলতে পারেন সেটাও ঠিক করে ফেলেছেন এই অলরাউন্ডার।

Advertisement

এ বছর রঞ্জি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন শার্দূল। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর শার্দূল জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলে তিনি জাতীয় দলে ফিরতে চান। দু’বছর পর যখন বিশ্বকাপ হবে, তখন শার্দূলের বয়স হবে ৩৬।

শার্দূলের কথায়, “আপাতত বেশি বেশি ম্যাচ খেলে ভাল পারফর্ম করাই আমার লক্ষ্য। জাতীয় দলে ঢুকতে গেলে আমাকে ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে হবে। তা হলে আমার কাজটা সহজ হবে। বিশ্বকাপ যেহেতু দক্ষিণ আফ্রিকায় খেলা হবে, তাই ওখানে অলরাউন্ডার হিসাবে আট নম্বরে এক জনকে দরকার। আমি সেই জায়গাটা লক্ষ্য রেখেই এগিয়ে যাচ্ছি।”

যদি বিশ্বকাপের আগেই জাতীয় দলে ডাক পান তার জন্যও তৈরি থাকবেন বলে জানিয়েছেন শার্দূল। তাঁর কথায়, “যখন দলের আমাকে দরকার বা যখনই আমাকে দলে ডাকা হবে, তখনই খেলার জন্য তৈরি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য আমি প্রস্তুত। আমি এমন ভাবেই অনুশীলন করি, যাতে কাল ডাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তৈরি থাকতে পারি।”

এখনও পর্যন্ত ৪৭টি এক দিনের ম্যাচ খেলে ৬৫টি উইকেট নিয়েছেন শার্দূল। ৩২৯ রান করেছেন। তবে শেষ বার এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে। কোচ গৌতম গম্ভীর যেখানে তরুণদের আরও বেশি করে সুযোগ দিচ্ছেন সেখানে শার্দূলকে কেন তাঁর ৩৬ বছর বয়সে বিশ্বকাপে ডাকা হবে, তা নিয়ে জল্পনা হতে পারে। পাশাপাশি লাল বলের ক্রিকেট খেলে আদৌ সাদা বলের ক্রিকেটে সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে।

Advertisement
আরও পড়ুন