টস জেতার পর হাসছেন লোকেশ রাহুল। ছবি: এক্স।
টস জিতেই যেন ম্যাচ জেতার আনন্দে মেতে উঠলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। শনিবার লোকেশ রাহুল টস করতে যাওয়ার সময় অনুশীলন থামিয়ে মাঠের ধারে একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, ঋষভ পন্থ। রাহুল টস জিততেই তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাহুল টস করতে যাওয়ার সময়ই তাঁকে শুভেচ্ছা জানান ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। তাতেই হয়তো বাড়তি বল পেয়েছিলেন রাহুল! অনেকটা বলিউডি নায়কদের মতো দু’হাত দোলাতে দোলাতে টস করতে যান তিনি। তাই দেখে সতীর্থেরা আরও মজা পান।
টস করতে যাওয়ার জন্য বিশাখাপত্তনমের ২২ গজে যখন তিনি পৌঁছন, সেখানে ছিলেন সঞ্চালক মুরলি কার্তিক এবং ম্যাচ রেফারি রিচি রিডার্ডসন। তাঁরাও হেসে ফেলেন। তখনও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এসে পৌঁছননি। তিনি কয়েক সেকেন্ড পরে আসেন। তিনিও রাহুলের হাতে মুদ্রা দেখেই হেসে ফেলেন।
টানা ২০টি এক দিনের ম্যাচে টস হেরেছে ভারত। রোহিত শর্মা, শুভমন গিল, রাহুল কেউই টস জিততে পারছিলেন না। অথচ ক্রিকেটে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতাশা গ্রাস করছিল ভারতীয় শিবিরকে। শুভমন, রাহুলেরা বলতেও শুরু করেছিলেন, তাঁরা আর টস নিয়ে ভাবেন না। ম্যাচ জেতাই তাঁদের লক্ষ্য।
শনিবার শূন্য কয়েন ছুড়ে দেন রাহুল। বাভুমা ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি রিচার্ডসন জানিয়ে দেন ‘হেড’ পড়েছে। অর্থাৎ অবশেষে টস জিতল ভারত। জিতেছেন রাহুল। রিচার্ডসন ঘোষণা করতেই উচ্ছ্বাস শুরু করে দেন হর্ষিত, পন্থ। পরস্পরকে জড়িয়ে ধরেন তাঁরা। অর্শদীপও হাসতে হাসতে হাততালি দিচ্ছিলেন। তাঁদের দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে জয়ের দোরগোড়ায় ভারত!
রাহুল টস করে সাজঘরে ফেরার সময় তাঁকে অভিনন্দন জানান সতীর্থেরা। এগিয়ে আসেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তিনিও হাসতে হাসতে রাহুলের কাছে জানতে চান, কী ভাবে টস করে জিতলেন। রাহুল হাতের মুদ্রায় তাঁকে দেখান, কী করে কয়েন শূন্য ছুড়ে দিয়েছিলেন।