Bank Loan Fraud

জাল নথি জমা দিয়ে ছ’কোটি টাকার ঋণ! প্রতারণার অভিযোগে কাঁকুড়গাছি থেকে এজেন্টকে গ্রেফতার পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ঘনশ‍্যাম গুপ্ত। কাঁকুড়গাছির বাসিন্দা ঘনশ্যাম মামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন বলে তদন্তকারীদের দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জাল নথি দিয়ে ছ’কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা! দু’বছর আগের ওই ঘটনায় আগেই দু’জন ধরা পড়েছিলেন। এ বার ব‍্যাঙ্কের এক এজেন্টকেও গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ঘনশ‍্যাম গুপ্ত। কাঁকুড়গাছির বাসিন্দা ঘনশ্যাম মামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন বলে তদন্তকারীদের দাবি। সংশ্লিষ্ট ব্যাঙ্কে এজেন্ট হিসাবে কাজ করতেন ওই যুবক। অভিযোগ, জাল নথি দিয়ে ঋণ পেতে সাহায‍্য করে ব‍্যাঙ্ক থেকে কমিশন নেন ঘনশ্যাম। এ ছাড়াও, ঋণের টাকার একাংশ তাঁর অ‍্যাকাউন্টেও ঢুকেছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। অভিযোগ, ওই বছর সম্পত্তির জাল নথি ব‍্যবহার করে ছ’কোটি টাকার ঋণ নেন দুই যুবক। এর পর ঋণের টাকা একাধিক অ্যাকাউন্ট মারফত ঘোরানো হয়। পরে ঋণগ্রহীতারা কিস্তিতে টাকা জমা দেওয়া নিয়ে গড়িমসি করতেই বিষয়টি প্রকাশ্যে আসে। চলতি বছরের জুলাই মাসে এ নিয়ে অভিযোগ দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। তদন্তে নামে লালবাজারের ব‍্যাঙ্ক জালিয়াতি বিভাগ। যাবতীয় নথি খতিয়ে দেখে এবং একাধিক ব‍্যক্তির বয়ানের ভিত্তিতে প্রথমে দু’জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁদের জেরা করে ঘনশ্যামের বিষয়ে জানতে পারে পুলিশ। শুক্রবার রাতে কাঁকুড়গাছির বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত ছিলেন কি না, জানতে তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন