Smriti Mandhana

ডাগআউটে বসে ছলছলে চোখ, ৮৮ রান করেও ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন স্মৃতি

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জেতাতে পারেননি স্মৃতি মন্ধানা। ৪ রানে হেরেছে ভারত। ম্যাচের পর ডাগআউটে বসে থাকা স্মৃতির ছলছলে চোখের ছবি ভাইরাল হয়েছে। সাংবাদিক বৈঠকে এসে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন স্মৃতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:৩৫
cricket

ডাগআউটে বসে থাকার সময় ছলছলে চোখে স্মৃতি। ছবি: সমাজমাধ্যম।

দলের প্রয়োজনের সময় আপ্রাণ চেষ্টা করেছিলেন। সবচেয়ে বেশি রানও করেছেন। তবু রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জেতাতে পারেননি স্মৃতি মন্ধানা। মাত্র ৪ রানে হেরেছে ভারত। ম্যাচের পর ডাগআউটে বসে থাকা স্মৃতির ছলছলে চোখের ছবি ভাইরাল হয়েছে। সাংবাদিক বৈঠকে এসে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন স্মৃতি।

Advertisement

স্মৃতি ছাড়াও রবিবারের ম্যাচে অর্ধশতরান করেন হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা। কেউই শেষ পর্যন্ত টিকতে পারেননি। ফলে ম্যাচও বার করতে পারেনি ভারত। ম্যাচের পর টিভি ক্যামেরা ধরে স্মৃতিকে। তাঁকে শূন্য দৃষ্টিতে সতীর্থদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তার পরেই মাথা নিচু করে ফেলেন। চেষ্টা করছিলেন কান্না চেপে রাখার।

চাপের মুহূর্তে লিনসে স্মিথের একটি বল মাটি ঘেঁষে মারতে গিয়ে ক্যাচ দেন স্মৃতি। তাঁর মতে, খারাপ শট খেলার জন্যই হারতে হয়েছে। স্মৃতির কথায়, “আমাদের ইনিংস কী ভাবে ধসে গিয়েছে সেটা সকলেই দেখেছেন। ওই সময়ে আমাদের শট নির্বাচন অনেক ভাল হওয়া দরকার ছিল। যেহেতু আমাকে দিয়েই ধস শুরু হয়েছে তাই হারের দায় আমি নিজের কাঁধেই নিচ্ছি। আমার শট নির্বাচন আরও ভাল হওয়া উচিত ছিল।”

স্মৃতির সংযোজন, “ওভারে মাত্র ৬ রান করে দরকার ছিল। নিজেই আরও নিয়ে যেতে পারতাম ম্যাচটা। আমি নিজেকেই দোষী সাব্যস্ত করছি। ধসটা আমার আউট থেকেই শুরু হয়েছে।”

ভারতীয় ওপেনার জানিয়েছেন, বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁদের কাছে নকআউটের মতোই। স্মৃতির কথায়, “এখনও গোটা দল একসঙ্গে বসিনি। ক্রিকেটে কোনও কিছুই সহজে আসে না। সেমিফাইনালে উঠতে গেলে নিশ্চিত ভাবেই পরের ম্যাচটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল হতে চলেছে। আমরা দ্রুত সব সমস্যা সমাধানের চেষ্টা করব।”

Advertisement
আরও পড়ুন