Mohammed Siraj Penalised

পঞ্চম দিনের খেলা শুরুর আগেই শাস্তি সিরাজের! বড় সমস্যায় ভারতীয় পেসার

লর্ডসে পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেই শাস্তি পেলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। এই শাস্তির ফলে চাপ বেড়েছে সিরাজের উপর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৩:১৭
cricket

বেন ডাকেটকে আউট করে মহম্মদ সিরাজের সেই আগ্রাসন। ছবি: গেটি ইমেজেস।

জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হল। লর্ডসে পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেই শাস্তি পেলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। এই শাস্তির ফলে চাপ বেড়েছে সিরাজের উপর।

Advertisement

ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাঁকে ধাক্কা মারা ও উত্তেজিত হয়ে কথাবার্তা বলায় শাস্তি পেয়েছেন সিরাজ। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সিরাজ।

জরিমানা বড় না হলেও ডিমেরিট পয়েন্ট সমস্যায় ফেলতে পারে সিরাজকে। ২৪ মাসের মধ্যে এটা তাঁর দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আর দু’বার যদি তিনি ডিমেরিট পয়েন্ট পান তা হলে একটা টেস্ট নির্বাসিত হতে হবে ভারতীয় পেসারকে। যে ভাবে তিনি মাঠে উত্তেজিত থাকছেন তাতে আম্পায়ারের নজরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। নিজের মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে ভারতীয় পেসারকে।

রবিবার ইনিংসের শুরু থেকে সিরাজকে আক্রমণ করার চেষ্টা করছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। ষষ্ঠ ওভারে সিরাজের বল পুল করেছিলেন ডাকেট। মিড অনে জসপ্রীত বুমরাহ ক্যাচ ধরে নেন। সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে ‘কাম অন, কাম অন’ বলে চিৎকার করতে থাকেন সিরাজ। যোগ দেন ভারতের বাকি ক্রিকেটারেরাও। ডাকেট অবশ্য পাল্টা কোনও উত্তর দেননি। তিনি সিরাজকে পাশ কাটিয়ে সাজঘরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই কাঁধ দিয়ে ডাকেটকে ধাক্কা মারেন সিরাজ। সেই অপরাধেরই শাস্তি পেতে হল তাঁকে।

Advertisement
আরও পড়ুন