Suryakumar Yadav at Tirupati

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সস্ত্রীক তিরুপতি দর্শনে সূর্য, বৈকুণ্ঠ একাদশীতে দিলেন পুজো

৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে তিরুপতি গেলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দেবিশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮
cricket

সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও দেবিশা। —ফাইল চিত্র।

কঠিন সিরিজ় বা বড় প্রতিযোগিতার আগে পুজো দিতে যাওয়া রীতি হয়ে গিয়েছে ভারতীয় দলের। কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই কলকাতার কালীঘাট, গুয়াহাটির কামাখ্যা ও পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছেন। পুরীতে গম্ভীরের সঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব। এ বার সূর্য নিজেই গেলেন তিরুপতি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর মন্দিরে গেলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দেবিশা।

Advertisement

বৈকুণ্ঠ একাদশীতে তিরুপতির মন্দিরে ভিড় জমান পুণ্যার্থীরা। সূর্যও সেই তিথিতে পুজো দিলেন তিরুপতিতে। তাঁর পরনে ছিল গোলাপি রঙের শেরওয়ানি। দেবিশা হলুদ রঙের একটি শাড়ি পরেছিলেন। মন্দিরের বাইরে তাঁদের দেখে কয়েক জন যুবক নিজস্বীর আবদার করেন। সেই আবদার মেটান সূর্য ও দেবিশা।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক আসছেন শুনে মন্দির চত্বরে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছিল। তার পরেও তাঁকে ঘিরে ধরেন ভক্তেরা। সূর্য বা দেবিশা তাতে বিরক্ত হননি। হাসিমুখেই সকলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। পুজো দেওয়ার পর মন্দির ছেড়ে বেরিয়ে যান সূর্য ও দেবিশা।

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে ভারত। সামনের মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। তার পর বিশ্বকাপ। অধিনায়ক হিসাবে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে সূর্যের। সেই কারণেই হয়তো তিরুপতিতে গিয়ে পুজো দিলেন তিনি।

টি-টোয়েন্টিতে গত এক বছরে ভারতের ফল যথেষ্ট ভাল হলেও সূর্যের নিজের ফর্ম খারাপ। ২০২৫ সালে একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। সূর্য নিজেই স্বীকার করেছেন যে, ব্যাটার সূর্যকে খুঁজছেন তিনি। সূর্য জানিয়েছেন, নেটে পরিশ্রম করছেন। আশা করছেন, তাড়াতাড়ি ফর্মে ফিরবেন। তাঁর উপর ভরসা রাখছেন দলের বাকিরাও। জানুয়ারিতে বিজয় হজারে ট্রফিও খেলবেন সূর্য। ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন তিনি।

Advertisement
আরও পড়ুন