India vs England

দু’দফায় ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল, কোচ গম্ভীরের সঙ্গে যাবেন কারা?

আইপিএলের লিগ পর্ব শেষ হবে ২৭ মে। প্লে-অফে উঠবে চারটি দল। বাকি ছ’টি দল থেকে যে ভারতীয় ক্রিকেটারেরা ইংল্যান্ড সফরের দলে জায়গা পাবেন, তাঁদের নিয়েই গম্ভীর রওনা দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:৩০
Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

এখনও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা হয়নি। কিন্তু ভারতীয় দল এবং কোচ গৌতম গম্ভীরেরা কবে ইংল্যান্ড যাবেন তা ঠিক হয়ে গিয়েছে। ৩ জুন আইপিএলের ফাইনাল। ভারতীয় দল ইংল্যান্ড রওনা দেবে ৬ জুন। যদিও পুরো দল একসঙ্গে রওনা হবে না বলেই জানা গিয়েছে। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কোচ গম্ভীর পুজো দিয়েছেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে।

Advertisement

আইপিএলের লিগ পর্ব শেষ হবে ২৭ মে। প্লে-অফে উঠবে চারটি দল। বাকি ছ’টি দল থেকে যে ভারতীয় ক্রিকেটারেরা ইংল্যান্ড সফরের দলে জায়গা পাবেন, তাঁদের নিয়েই ৬ জুন গম্ভীর রওনা দেবেন বলে জানা গিয়েছে। প্লে-অফে খেলা ভারতীয় ক্রিকেটারেরা পরে যাবেন। বোর্ডের এক কর্তা এমনটাই জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হেরে গিয়েছিল ভারত। কোচ গম্ভীর চাইবেন ইংল্যান্ডে দলকে লাল বলের ক্রিকেটে আবার ফর্মে ফেরাতে। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনকে পাবে না দল। তাঁরা তিন জনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

ভারতীয় দলের সাপোর্ট স্টাফেদের মধ্যে অনেকেই দেশে নেই। তাঁরা সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ভারতীয় দল ইংল্যান্ড যাওয়ার আগে সে দেশে যাবে ভারত এ দল। ২৫ মে সেই দল ইংল্যান্ড রওনা দেবে। পরে সেই দলের কিছু ক্রিকেটার মূল দলে যোগ দিতে পারেন। এই সপ্তাহেই ভারত এ দল ঘোষণা হতে পারে।

Advertisement
আরও পড়ুন