Sanju Samson

আইপিএলের আগে চোট সঞ্জুর, আঙুলে অস্ত্রোপচার করানো হল ভারতীয় উইকেটরক্ষকের

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। জফ্রা আর্চারের বল সঞ্জুর আঙুলে লেগেছিল। সেই চোট নিয়েই ভুগছিলেন কেরলের উইকেটরক্ষক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৯
Sanju Samson

হাসপাতালে সঞ্জু স্যামসন। ছবি: এক্স।

আঙুলে চোট সঞ্জু স্যামসনের। অস্ত্রোপচারও করানো হয়েছে। মঙ্গলবার সমাজমাধ্যমে সেই ছবিও প্রকাশ্যে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। জফ্রা আর্চারের বল সঞ্জুর আঙুলে লেগেছিল। সেই চোট নিয়েই ভুগছিলেন কেরলের উইকেটরক্ষক।

Advertisement

এই বছর আইপিএলে আর্চার খেলবেন সঞ্জুর নেতৃত্বেই। আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। সূত্রের খবর, তার আগে সুস্থ হয়ে যাবেন সঞ্জু। ফলে প্রথম ম্যাচ থেকে খেলতে তাঁর সমস্যা হওয়ার কথা নয়। এক মাসের মধ্যেই সঞ্জু সুস্থ হয়ে যাবেন বলে জানা গিয়েছে। ফলে আইপিএল শুরুর আগে অন্তত এক সপ্তাহ পাবেন সঞ্জু।

২০২১ সাল থেকে রাজস্থানের অধিনায়ক সঞ্জু। তার আগে স্টিভ স্মিথ ছিলেন রাজস্থানের অধিনায়ক। ২০২২ সালে আইপিএলের ফাইনালে উঠেছিল রাজস্থান। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। ২০২৩ সালে তারা পঞ্চম স্থানে শেষ করে। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এলিমিনেটরে হেরে গিয়েছিল রাজস্থান।

২০০৮ সালের পর থেকে আর আইপিএল জেতা হয়নি রাজস্থানের। এ বারে রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। তিনি সদ্য ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন কোচ হিসাবে। ফলে এ বারের আইপিএলে তাঁর দলের দিকে নজর থাকবেই।

Advertisement
আরও পড়ুন