India vs South Africa 2025

টেস্ট সিরিজ় হারের ক্ষতই তাতাচ্ছে ভারতকে, ওয়াশিংটনদের আরও দায়িত্ব নিতে বললেন সহকারী কোচ, হতাশ টস-ভাগ্য নিয়ে

টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার ক্ষত এখনও শুকোয়নি। শনিবার বিশাখাপত্তনমে এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচের আগে সেটাই তাতিয়ে দিচ্ছে ভারতীয় দলকে। শনিবার জিততে মরিয়া তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭
cricket

ভারতের এক দিনের ক্রিকেট দল। ছবি: পিটিআই।

টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার ক্ষত এখনও শুকোয়নি। শনিবার বিশাখাপত্তনমে এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচের আগে সেটাই তাতিয়ে দিচ্ছে ভারতীয় দলকে। আর সিরিজ় হারতে চায় না তারা। ম্যাচের আগের দিন স্পষ্ট জানিয়ে দিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। পাশাপাশি, তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্সকেও।

Advertisement

এ দিন দুশখাতে বলেছেন, “এই দলের ক্রিকেটারেরা বাকিদের থেকে একটু আলাদা। তবে সকলেই নিজেদের দায়িত্ব ভাল করে জানে। আমরা সব ম্যাচ জিততে চাই। কিছু কিছু হার আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। টেস্টে যা আশা করা হয়েছিল তার থেকে খারাপ খেলেছি আমরা। তবে এক দিনের সিরিজ় জেতার জন্য দলের মধ্যে আলাদা একটা খিদে দেখতে পাচ্ছি।”

মরণ-বাঁচন ম্যাচের আগে চাপ থাকবেই, তা মেনে নিয়েছেন দুশখাতে। সেই চাপ সামলেই জিততে হবে বলে মনে করেন তিনি। দুশখাতের কথায়, “এই দলের থেকে চাপ কখনওই সরানো যাবে না। দ্বিপাক্ষিক সিরিজ়ে যখন শেষ ম্যাচের উপর সব কিছু নির্ভর করে তখন চাপ আপনা থেকেই আসবে। আমরা প্রক্রিয়ার উপর মনোযোগ দিচ্ছি। কোনটা ভাল স্কোর, কী ভাবে সেটা তোলা সম্ভব সে দিকে জোর দেওয়া হচ্ছে।”

এক দিনের সিরিজ়ে ওয়াশিংটন সুন্দরকে সে ভাবে ব্যবহারই করা হচ্ছে না। রায়পুরে রান পাননি। বল হাতে মাত্র তিন ওভার করেছেন। তা হলে কেন ঋষভ পন্থের মতো ব্যাটারকে বসিয়ে রাখা হচ্ছে? দুশখাতের জবাব, “যা পরিস্থিতি ছিল তাতে স্পিনারদের দিয়ে ২০ ওভার করানো সম্ভব ছিল না। ওয়াশিংটন এখনও শিখছে। ও আত্মবিশ্বাসী। গত ১২ মাস ভাল কেটেছে ওর। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করছে।”

রায়পুরে টস জিতলে যে সিরিজ়ের ফল অন্য রকম হত তা মেনে নিয়েছেন দুশখাতে। বলেছেন, “আমরা মনে হয় লাখে এক বার টসে জিতছি। মজা করলাম। আমাদের কাছে প্রস্তুতিই আসল। এক দিন ঠিকই টস জিতব। আসলে শিশির একটা বড় চিন্তা। দোষ আমাদের নয়। কিন্তু কী ভাবে তার মধ্যেও জিততে হবে সেটা জানা আমাদের দায়িত্ব। বিশাখাপত্তনমের বাউন্ডারি ছোট। তাই প্রথমে এবং পরে ব্যাটিংয়ের জন্য নির্দিষ্ট ভাবে প্রস্তুতি নিচ্ছি।”

Advertisement
আরও পড়ুন