India vs South Africa 2025

কটকে ধুন্ধুমার, শুভমন-সূর্যদের খেলার টিকিট পেতে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি সমর্থকদের, কাঠগড়ায় ওড়িশা ক্রিকেট সংস্থা

আগামী ৯ ডিসেম্বর কটকের বরাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। সূর্যকুমার যাদবদের খেলা দেখার জন্য টিকিট পেতে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি করলেন সমর্থকেরা। কেন এমন পরিস্থিতি হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৮
cricket

শুভমন গিল (বাঁ দিকে) এবং সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

আগামী ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কটকের বরাবাটি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচের জন্য উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা শহরজুড়ে। টিকিটের হাহাকার চারদিকেই। শুভমন গিল, সূর্যকুমার যাদবদের খেলা দেখার জন্য টিকিট পেতে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি করলেন সমর্থকেরা। ঝামেলায় জড়ালেন পুলিশের সঙ্গে। সমর্থকদের একাংশের ক্ষোভ রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে।

Advertisement

ওড়িশা ক্রিকেট সংস্থা স্টেডিয়ামের কিছু সংখ্যক টিকিট ছেড়েছে বিক্রির জন্য। ৪৫ হাজারের স্টেডিয়ামে মাত্র ২০ হাজার টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়েছে। বাকি সবই রয়েছে স্পনসর এবং ভিআইপিদের জন্য। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককে।

শুক্রবার স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি হওয়ার কথা ছিল। শীতের সকালে প্রচুর সমর্থক হাজির হয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। টিকিট কাউন্টার খোলা হতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। লম্বা লাইন মুহূর্তের মধ্যে ভেঙে গিয়ে সকলেই আগে আগে টিকিট কাউন্টারের সামনে যাওয়ার চেষ্টা করতে থাকেন। সেই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে সমাজমাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।

সমর্থকদের অভিযোগ, বড় অংশের টিকিট সংরক্ষিত করে রাখার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মাত্র ছ’টি স্ট্যান্ডের টিকিট বিক্রি করা হচ্ছে। ৭০০ থেকে ২০ হাজার টাকা দামের টিকিট রয়েছে। তা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

৯ ডিসেম্বর কটকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শুভমনের। কলকাতা টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। পরের টেস্ট এবং এক দিনের সিরিজ়ে খেলতে পারেননি। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই টি-টোয়েন্টি সিরিজ় ভারতের কাছে গুরুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন