The Ashes

লড়াইয়ে ফিরেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ইংল্যান্ড, আগ্রাসী ব্যাটিংয়ে ব্রিসবেন টেস্টে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ব্যাটারদের আগ্রাসী মেজাজের সামনে বিশেষ কিছু করে উঠতে পারলেন না ইংল্যান্ডের বোলারেরা। সারা দিন ওভার প্রতি ৫ রানের বেশি তুললেন স্টিভ স্মিথেরা। ব্রাইডন কার্স এক ওভারে ২ উইকেট নিয়ে সুযোগ তৈরি করলেও কাজে এল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২
picture of cricket

অর্ধশতরানের পর মার্নাস লাবুশেন। ছবি: রয়টার্স।

ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের নৈশভোজের বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার দাপট ছিল বেশি। বিরতির পর ক্যামেরন গ্রিন এবং স্টিভ স্মিথকে একই ওভারে আউট করে দলকে লড়াইয়ে ফেরান ব্রাইডন কার্স। তিনিই আবার শেষ বেলায় মাইকেল নেসেরের সহজ ক্যাচ ফেলে দিলেন। ফলে সুবিধা হাতছাড়া হল ইংল্যান্ডের। বেন স্টোকসদের প্রথম ইনিংসে ৩৩৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৩৭৮। আয়োজকেরা এগিয়ে ৪৪ রানে।

Advertisement

পার্‌থ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেন ট্রেভিস হেড। আগের ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে জয় ছিনিয়ে নেওয়া হেড এ দিন তুলনায় সাবধানী ছিলেন। তবে রান তোলার গতি বজায় রাখেন। ৪৩ বলে ৩৩ রান করে আউট হন কার্সের বলে। মেরেছেন ৩টি চার এবং ১টি ছয়। বড় রান না পেলেও দলের ইনিংসের সুর বেঁধে দিয়েছেন হেড। সে ভাবেই দলকে এগিয়ে নিয়ে যান আর এক ওপেনার জ্যাক ওয়েদারাল্ড এবং তিন নম্বরে নামা লাবুশেন। গোলাপি বলের টেস্টে তাঁরা রান তোলেন প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে। ইংল্যান্ডের ‘বাজ়বল’ ক্রিকেটকে নির্বিষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েই সম্ভবত ব্যাট করেন তাঁরা। সারা দিন ওভার প্রতি ৫ রানের বেশি তুললেন অজিরা।

শুক্রবার অজি ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং থামাতে পারলেন না স্টোকসেরা। শুরুতে জফ্রা আর্চার ছাড়া কেউ সমীহ আদায় করতে পারেননি। ওয়েদারাল্ড করেন ৭৮ বলে ৭২। ১২টি চার এবং ১টি ছয় মারেন তিনি। লাবুশেনের ব্যাট থেকে এসেছে ৭৮ বলে ৬৫ রানের ইনিংস। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে শুক্রবার দিন-রাতের টেস্টে ১০০০ রান পূর্ণ করলেন তিনি।

স্মিথ করলেন ৬১। কার্সের বলে তিনি আউট হলেন উইল জ্যাকসের দুর্দান্ত ক্যাচে। গ্রিনের ব্যাট থেকে এসেছে ৪৫। জশ ইংলিস (২৩) ভাল রান পেলেন না। ৩২৯ রানে ৬ উইকেট পড়ার পর অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেছেন অ্যালেক্স ক্যারে (অপরাজিত ৬৪) এবং নেসের (অপরাজিত ১৫)। ইংল্যান্ডের আর্চার ৭৪ রানে ১ উইকেট নিয়েছেন। ৯৩ রানে ২ উইকেট স্টোকসের। ১১৩ রানে ৩ উইকেট পেয়েছেন কার্স।

এর আগে শুক্রবার সকালে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৪ রানে। প্রথম দিনের শেষে স্টোকসদের রান ছিল ৯ উইকেটে ৩২৫। শুক্রবার তার সঙ্গে ৯ রান যোগ করেন তাঁরা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জো রুট। তাঁর ১৩৮ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ১টি ছয়। অপরাজিত থাকা আর এক ব্যাটার জফ্রা আর্চার করলেন ৩৬ বলে ৩৮ রান। ২টি করে চার এবং ছয় মেরেছেন তিনি। দশম উইকেটের জুটিতে ইংল্যান্ড যোগ করে ৭০ রান। ৭৫ রানে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

Advertisement
আরও পড়ুন