India vs England 2025

প্রথম তিন টেস্টে খেলা নায়ার কেন বাদ? ম্যাঞ্চেস্টার টেস্টের মাঝে মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে ছয় ইনিংসে করুণ নায়ার করেছেন ১৩১ রান। গড় ২১.৮৩। সর্বোচ্চ ৪১। ক্রিজে থিতু হওয়ার পরও বার বার আউট হয়ে যাচ্ছেন ৩৩ বছরের ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:৪৭
Picture of Karun Nair

করুণ নায়ার। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি করুণ নায়ারের। আট বছর পর ভারতের টেস্ট দলে ফিরেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। গুরুত্বপূর্ণ ম্যাঞ্চেস্টার টেস্টে তার পরিবর্তে সাই সুদর্শনকে খেলিয়েছে ভারত। তা হলে কি টেস্টে ত্রিশতরান করা নায়ারের উপর আস্থা রাখতে পারছে না দল?

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিনের শেষে নায়ারকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে। তিনি বলেছেন, ‘‘প্রথম একাদশ নির্বাচন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের হাতে। আমি দলের নির্বাচন প্রক্রিয়ার অংশ হলেও বিষয়টা এখানে আলোচনা করার নয়। আমরা অবশ্যই নায়ারের পাশে রয়েছি। এই সিরিজের পারফরম্যান্স দেখুন। বড় রান না পেলেও খারাপ ব্যাট করেনি। প্রতিটি ইনিংসের শুরুটা খুব ভাল করেছে। দল পরিচালকেরা হয়তো মনে করেছেন, নায়ার কোনও কারণে চাপে পড়ে যাচ্ছে। চতুর্থ টেস্টে ভাল রান না পেলে আরও চাপ তৈরি হবে। তাই হয়তো ওকে এই ম্যাচে খেলানো হয়নি। তার মানে আমরা ওর পাশে নেই, এমন নয়।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে ছয় ইনিংসে নায়ার করেছেন ১৩১ রান। গড় ২১.৮৩। সর্বোচ্চ ৪১। ক্রিজে থিতু হওয়ার পরও বার বার আউট হয়ে যাচ্ছেন ৩৩ বছরের ব্যাটার। ফলে নিজেই চাপে পড়ে যাচ্ছেন। তাঁকে চাপমুক্ত করার জন্যই সম্ভবত ম্যাঞ্চেস্টার টেস্টে খেলাচ্ছে না ভারত।

Advertisement
আরও পড়ুন