Asia Cup 2025

দুবাইয়ের গরম, স্টেডিয়ামের ফ্লাডলাইট সমস্যা, সব সামলেও কী ভাবে ভাল ফিল্ডিং করছে ভারত? ফাঁস রহস্য

দুবাই স্টেডিয়ামে রাতের ম্যাচগুলিতে ফ্লাডলাইডের কারণে ক্যাচ নেওয়ার সমস্যার কথা বার বারই উঠে এসেছে। তবে এ বার ভারতীয় দলের ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে প্রভূত উন্নতি। ক্যাচ নিতে বা বল ধরতে সমস্যা হচ্ছে না। ফিল্ডিংয়ে উন্নতির কারণ কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
cricket

একটি ক্যাচের পর শুভমন এবং হার্দিকের উল্লাস। ছবি: পিটিআই।

দুবাই স্টেডিয়ামে রাতের ম্যাচগুলিতে ফ্লাডলাইডের কারণে ক্যাচ নেওয়ার সমস্যার কথা বার বারই উঠে এসেছে। ভারত-সহ অতীতে বহু দল এ নিয়ে মুখ খুলেছে। তবে এ বার ভারতীয় দলের ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে প্রভূত উন্নতি। ক্যাচ নিতে বা বল ধরতে সমস্যা হচ্ছে না। ফিল্ডিংয়ে ভারতের উন্নতির কারণ খোলসা করেছেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।

Advertisement

অন্যান্য মাঠে ফ্লাডলাইটের জন্য স্তম্ভ থাকলেও, দুবাইয়ে স্টেডিয়ামের ছাদের সঙ্গে লাগানো রয়েছে আলো। ফলে উপরের দিকে তাকালে আগুনের গোলক বলে মনে হতে পারে। উঁচুতে বল উঠে গেলে চোখে আলো পড়ার কারণে ক্যাচ নেওয়া সমস্যার। যদিও ভারতীয় দল এ বার সেই সমস্যার সঙ্গে মানিয়ে নিয়েছে।

বোর্ডের প্রকাশিত ভিডিয়োয় দিলীপ বলেছেন, “দুবাই স্টেডিয়ামের আলোগুলো অন্য রকম হওয়ার কারণে আমাদের সমস্যা হয়। অন্য স্টেডিয়ামে স্তম্ভের উপর আলো থাকলেও, এখানে মনে হয় আগুনের গোলকের নীচে খেলছি। বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ ধতে সবচেয়ে সমস্যা হয়। সেকেন্ডের ভগ্নাংশের জন্য বল থেকে আপনার চোখ সরে যেতে পারে। বিশেষ করে বল যখন আকাশে উঠে যায়।”

কী ভাবে এর সমাধান করা গিয়েছে? দিলীপের উত্তর, “সারা জীবন আমাদের বলা হয়েছে ক্যাচ ওঠার সময় বলের থেকে চোখ না সরাতে। চোখ সরে গেলেই আমরা ভয় পেয়ে যাই। তাই ফিল্ডিংয়ে কিছু বৈচিত্র এনেছি। এর ফলে বল থেকে মুহূর্তের জন্য চোখ সরলেও, ক্যাচ হাতে পড়ার আগে যথেষ্ট সময় যেন থাকে।”

দিলীপের সংযোজন, “বলের কাছাকাছি ফিল্ডারেরা কত আগে পৌঁছতে পারছে সেটা গুরুত্বপূর্ণ। অনুশীলনে আমরা দিন-রাত এটা নিয়েই পরিশ্রম করি।”

আরও একটি সমস্যার কথা উল্লেখ করেছেন দিলীপ। তা হল দুবাইয়ের গরম এবং আর্দ্রতা। সে কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের সব সময় তৈরি থাকতে বলেছেন তিনি। দিলীপের কথায়, “দুবাইয়ের প্রচণ্ড আর্দ্রতার কথা মাথায় রেখেই বলছি, খেলোয়াড়েরা সেই মুহূর্তে কী ভাবে নিজেদের তৈরি রাখছে এবং ওদের প্রতিক্রিয়া কী রকম হচ্ছে, তা খুবই গুরুত্বপূর্ণ।”

Advertisement
আরও পড়ুন